অনলাইন ডেস্ক:- পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে বিক্ষোভ মিছিল চলাকালীন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যাচেষ্টার ঘটনায় এক হামলাকারী পাল্টা গুলিতে নিহত ও অপরজনকে গ্রেফতার করা হয়েছে।তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।খবর আল-জাজিরার।
জানা গেছে,গুলি চালানোর পরই জনসভায় উপস্থিত জনগণের হাতে ধরা পড়ে এক হামলাকারী যুবক।এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।এর মধ্যেই অভিযুক্তকে কিল-চড়-ঘুষিও মারতে থাকে উত্তেজিত জনতা,এসময় তাকে গুলি করা মেরে ফেলা হয়।
রওফ হাসান নামের একজন জ্যেষ্ঠ সহযোগী জানান,যে বন্দুকধারীরা ইমরান খানকে গুলি করেছিল তাদের একজন নিহত হয়েছে এবং আরেকজনকে পুলিশ আটক করেছে।পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের(পিটিআই) প্রধানকে হত্যার চেষ্টা করা হয়েছিল।