অনলাইন ডেস্ক:- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেছেন,বিএনপি নাকি ট্রেজারির টাকা খেয়ে ফেলছে।১৫বছর আওয়ামী লীগ ক্ষমতায়, ট্রেজারির টাকা বিএনপি খায় কিভাবে?বিএনপি কখনো দেশে লুটপাটের রাজনীতি করেনি।এক-এগারোর কুশীলবদের সহায়তায় আওয়ামী লীগ ক্ষমতায় এসে ট্রেজারির টাকা লুটপাট করেছে।গত রবিবার সন্ধ্যায় নবাবগঞ্জের কলাকোপায় ঢাকা জেলা বিএনপি আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা.দেওয়ান মো:সালাউদ্দিন।ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের সঞ্চালনায় বত্তৃদ্ধতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু,ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ,জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন,দেশ স্বাধীন হয়েছিল যুদ্ধের বিনিময়ে।সেই যুদ্ধের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান।বেগম খালেদা জিয়া অঙ্গীকার করেছিলেন,যত দিন স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করতে না পারি,তত দিন ঘরে ফিরে যাব না এবং বেগম খালেদা জিয়া তা করেছিলেন।
★প্রকাশক:-মোঃমোশারফ হোসেন তোকদার।
★উপদেষ্টা:-বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃটিপু মুন্সি,এমপি মাননীয় বাণিজ্য মন্ত্রী,বাণিজ্য মন্ত্রনালয়।
★সম্পাদক:-মোঃআব্দুল্লা আল্ মাহমুদ মিলন,সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ পীরগাছা উপজেলা,রংপুর বিভাগ।
★ব্যবস্থাপনা পরিচালক:-মোঃএম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
★বার্তা সম্পাদক:-মোঃরফিকুল ইসলাম লাভলু।
© All rights Reserved © 2022 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।