প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১০:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২২, ৬:১৩ পি.এম
এক ঘণ্টার জন্য পুলিশ সুপারের দায়িত্ব পালন করলেন ইলা
অনলাইন ডেস্ক:- কুড়িগ্রামে এক ঘণ্টার জন্য প্রতীকী পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছে এসএসসি পরীক্ষার্থী সংগ্রামী ইলা বর্ষণ(১৬)।
সোমবার(২৪অক্টোবর)সকাল সাড়ে ১০টায় তার কাছে প্রতীকী দায়িত্ব হস্তান্তর করেন জেলা পুলিশ সুপার আল আসাদ মো:মাহফুজুল ইসলাম।এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
দায়িত্ব নেয়ার পর সংগ্রামী ইলা বর্ষণ কুড়িগ্রাম জেলাকে বাল্যবিয়েমুক্ত ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশের কার্যকর ব্যবস্থা গ্রহণে সুপারিশমালা তুলে ধরে।এসব সুপারিশের মধ্যে যেগুলো বাস্তবায়ন সম্ভব সেগুলো বাস্তবায়ন করার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার আল আসাদ।
গার্লস টেকওভারের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্সের(এনসিটিএফ)কুড়িগ্রাম শাখার সভাপতি খ ম জাকিউল ইসলাম রুদ্রের সভাপতিত্বে ও ইয়েস বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি কে এম রেজওয়ানুল হক নুরনবীর সঞ্চালনায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ খান মো:শাহরিয়ার, দৈনিক সকালের কাগজ পত্রিকার সম্পাদক মাহফুজার রহমান খন্দকার,ইলার অভিভাবক ইসমাইল হোসেন বাদল প্রমুখ।
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ২০২২ও বিশ্ব শিশু সপ্তাহ উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ,অপরাজেয় বাংলাদেশ,ইয়ুথ ফর চেঞ্জ এবং জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি সংস্থা ইয়েস বাংলাদেশ।
অফিস কার্যালয়ঃ- মেসার্স তোকদার বস্ত্রালয়--প্রেসক্লাব পীরগাছা,উপজেলা:-পীরগাছা,জেলা:-রংপুর। মোবাইল:০১৭১-০৮৭০৪২০,০১৭২-৭০২০০৩৫ ই-মেইল :tokdernews@gmail.com