অনলাইন ডেস্ক:– আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড.মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন,আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারবে না বিএনপি।কারণ,তাদের পায়ের নিচে মাটি নেই।
রবিবার বিকালে ওসমানী স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন,আপনাদের(বিএনপি)পায়ের নিচে মাটি নেই। আপনারা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারবেন না। আমরা নির্বাচনে যাবো।সুষ্ঠু সুন্দর নির্বাচন করবো।
তিনি বলেন,ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে সারা পৃথিবী আজ টালমাটাল।একজন প্রধানমন্ত্রী পদত্যাগও করেছেন।কিছু কিছু মিডিয়া বিএনপির সমাবেশ দেখে বেহুশ হয়ে পড়েছেন। তারা ভাবছে তত্ত্বাবধায়ক সরকার আসবে।বাংলাদেশে প্রতিদিন আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে।বিএনপির কোন সমাবেশ থেকে আজকের এই সম্মেলন ছোট?
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৃথিবীর সম্মানিত ব্যক্তি উল্লেখ করে তার উন্নয়নের ধারা রক্ষা করার আহ্বানও জানান আব্দুর রাজ্জাক।
তিনি আরও বলেন,দীর্ঘদিন পর নারায়ণগঞ্জে সম্মেলনে আপনাদের উচ্ছ্বাস দেখছি।নারায়ণগঞ্জের ওসমান পরিবার সব সময় আওয়ামী লীগকে লালন করেছে।বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে আমরা তা দেখতে পাই।বাঙালিরা কোনোদিন স্বাধীন ছিল না।বঙ্গবন্ধু শেখ মুজিব সামনের কাতারে থেকে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছেন।সকল আন্দোলনে নারায়ণগঞ্জের মানুষ ভূমিকা রেখেছে।আজকের এ চিত্র প্রমাণ করে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাটি ছিল। ভবিষ্যতেও তা থাকবে।
রাজ্জাক আরও বলেন,২০০১সাল থেকে ২০০৬বিএনপি কোনো উন্নয়ন করতে পারেনি।তারেক জিয়ার ছাত্রদল-যুবদলের সন্ত্রাসে সারা দেশ প্রকম্পিত হয়েছিল।২০০৯ সালের নির্বাচনের আগে আমরা বলেছিলাম পদ্মাসেতু করবো,দেশকে সন্ত্রাসমুক্ত করবো।আজ আমরা তা করছি। এখন কার্তিক মাস।অতীতে যুগ যুগ ধরে দেখেছি এ সময় মানুষ না খেয়ে থাকতো।গত চৌদ্দ বছরে একজন মানুষ না খেয়ে রয়েছে একজনও এ প্রমাণ দিতে পারবে না।
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের এ সম্মেলনে উপস্থিত হন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি,আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু,মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস,মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন,কার্যকরি পরিষদের সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার,আনোয়ার হোসেন,সাহাবউদ্দিন ফরাজী,জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একেএম শামীম ওসমান,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা.সেলিনা হায়াত আইভি ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু।
সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড.মোহাম্মদ আব্দুর রাজ্জাক।সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ বাদল।
© All rights Reserved © 2022 ★★
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি www.tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে অনলাইন নিউজ পোর্টালটি তার কার্যক্রম শুরু করেছে,www.tokdernews.com 2020সাল থেকে অত্যন্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রিয়েল টাইম নিউজ আপডেট প্রদান করেছে।এটি পূর্ববর্তী সংবাদের সংরক্ষণাগার এবং নির্দিষ্ট সংবাদ আইটেমগুলির মুদ্রণের সুবিধাও প্রদান করে।অনলাইন নিউজ পোর্টাল থেকে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ এবং সারা বিশ্বের সর্বশেষ খবর এবং শীর্ষ ব্রেকিং শিরোনামগুলি সহজেই খুঁজে পেতে পারেন।www.tokdernews.com বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল,বিনোদন, জীবনধারা,বিশেষ প্রতিবেদন,LIVE TV,রাজনীতি,অর্থনীতি, সংস্কৃতি,শিক্ষা,তথ্য প্রযুক্তি,স্বাস্থ্য,খেলাধুলা, কলাম এবং বৈশিষ্ট্য সহ 25/10 আপডেট করছে।সংবাদ ভিত্তিক সাইটটি দেশের ঐতিহ্যবাহী সংবাদপত্রের সমস্ত উপাদান দিয়ে সমৃদ্ধ।অনলাইন নিউজ পোর্টালের জন্য একদল তরুণ সাংবাদিক কাজ করছেন।www.tokdernews.com সারা বিশ্বের বাংলা ভাষার মানুষের সাথে সেতুবন্ধন তৈরি করার চেষ্টা করছে এবং দেশের অনলাইন নিউজ পোর্টালে একটি নতুন মাত্রা তৈরি করতে চায়।