written by admin | 21/10/2022
অনলাইন ডেস্ক:-বঙ্গোপসাগরে সৃষ্ট হতে যাওয়া ঘূর্ণিঝড়‘সিত্রাং’নিয়ে নতুন তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম(জিএফএস)।বুধবার(১৯অক্টোবর)সংস্থাটির সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়,বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন সমুদ্র এলাকায় ইতোমধ্যে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে।সেটি আরও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।এতে আরও বলা হয়,সম্ভাব্য ঘূর্ণিঝড়‘সিত্রাং’বাংলাদেশের খুলনাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।তবে এখন পর্যন্ত ঘূর্ণিঝড়টি খুলনা বিভাগ দিয়েই অতিক্রম করার নির্দেশ দিচ্ছে।যদি খুলনায় আঘাত হানে তাহলে ‘সিত্রাং’এর গতিবেগ ঘণ্টায় ১০০থেকে ১৩০কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।তবে ঘূর্ণিঝড়টি যদি কিছুটা পূর্বদিকে সরে গিয়ে পুরোপুরি খুলনা ও বরিশাল অঞ্চলে আছড়ে পড়ে,সেক্ষেত্রে ঝড়টির গতিবেগ ঘণ্টায় ১৫০কিলোমিটার পর্যন্ত হতে পারে।