প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ৫:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২২, ২:৫০ এ.এম
মাদরাসার জন্য সড়কে দাড়িয়ে চাঁদা তুলতে অনীহা প্রকাশ করায় এক শিশু শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেন
অনলাইন ডেস্ক:-মাদরাসার জন্য সড়কে দাড়িয়ে চাঁদা তুলতে অনীহা প্রকাশ করায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের আলাকপুর মাদ্রাসা কাসেমিয়া এতিমখানার এক শিশু শিক্ষার্থীকে দুই দফায় বেধড়ক পিটিয়ে আহত করা হয়েছে।মাদরাসার এক শিক্ষকসহ দুই সিনিয়র শিক্ষার্থী বুধবার সন্ধ্যা ও বৃহস্পতিবার সকালে দুই দফায় এ কান্ড ঘটান।ওই শিশু শিক্ষার্থীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।এদিকে এই ঘটনা জানাজানি হওয়ার পর ওই শিশু শিক্ষার্থীর স্বজনেরা শিশুটিকে মাদ্রাসা থেকে উদ্ধার করে চিকিৎসার জন্যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসেন।এ ঘটনায় আহত শিশু শিক্ষার্থীর স্বজনেরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।পুলিশ জানায়,এ ঘটনায় অভিযুক্ত মাদরাসা শিক্ষক মাসুদ বিন ওয়ালিদকে বৃহস্পতিবার(২০অক্টোবর)সন্ধ্যায় আটক করেছে পুলিশ।আহত সাইমন জানায়,চাঁদা আদায়ে অনীহা প্রকাশের পর পাঞ্জাবি ময়লা হয়েছে এই অজুহাতে তাকে কয়েক দফায় পেটায় মাদরাসার সিনিয়র শিক্ষার্থী বায়েজিদ ও আতিক।এরপরএকই ঘটনার জের ধরে তাকে বেধড়ক নির্যাতন করে শিক্ষক মাসুদ বিন ওয়ালিদ।আরো কয়েকজন শিক্ষার্থীকেও মারা হয় বলে সাইমন জানায়।সাইমনের পিতা মো:সিদ্দিক মিয়া জানান,সাইমনের মা ঘটনা দেখে খবর দেয়।পরে ঘটনা সবাইকে জানিয়ে সাইমনকে হাসপাতালে নিয়ে আসা হয়।এ অপরাধের বিচার দাবি করেন তারা।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)মোহাম্মদ এমরানুল ইসলাম জানান,এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক মাসুদ বিন ওয়ালিদকে আটক করা হয়েছে।ঘটনার তদন্ত করা হচ্ছে।লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
অফিস কার্যালয়ঃ- মেসার্স তোকদার বস্ত্রালয়--প্রেসক্লাব পীরগাছা,উপজেলা:-পীরগাছা,জেলা:-রংপুর। মোবাইল:০১৭১-০৮৭০৪২০,০১৭২-৭০২০০৩৫ ই-মেইল :tokdernews@gmail.com