প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ২:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২২, ৪:৫৯ এ.এম
কানের দুলের জন্য এক গৃহবধূকে হত্যা করেন
অনলাইন ডেস্ক:- কুমিল্লায় গৃহবধূ জামিলা বেগমকে হত্যার দায়ে তিন আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।সেই সঙ্গে এই মামলা থেকে টিটু মিয়া নামের একজনকে খালাস দেওয়া হয়।
আজ মঙ্গলবার(১১অক্টোবর)দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ মো:হেলাল উদ্দিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন কুমিল্লার মেঘনা উপজেলার শিকিরগাঁও এলাকার রাকিব হোসেন(২৮)মানিকারচর এলাকার তছির মিয়া(৪১)ও শিকিরগাঁও এলাকার সুমন মিয়া(৩১)।রায় ঘোষণার সময় আসামি রাকিব ও তছির উপস্থিত ছিলেন।সুমন মিয়া পলাতক।
বাদী পক্ষের আইনজীবী জহিরুল ইসলাম সেলিম জানান,২০১৬সালের একদিন মেঘনা উপজেলার মানিকাচর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের গৃহবধূ জামিলা বেগম পান আনতে বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলেন।এ সময় তার কানে থাকা সোনার দুলগুলো দেখেন ওই আসামিরা।পরে তারা দুলের জন্য তাকে একটি ধইঞ্চার জমিতে নিয়ে হত্যা করেন এবং কানের দুল নিয়ে বিক্রি করে দেন।এই অপরাধে তাদের তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
অফিস কার্যালয়ঃ- মেসার্স তোকদার বস্ত্রালয়--প্রেসক্লাব পীরগাছা,উপজেলা:-পীরগাছা,জেলা:-রংপুর। মোবাইল:০১৭১-০৮৭০৪২০,০১৭২-৭০২০০৩৫ ই-মেইল :tokdernews@gmail.com