সাদা পোশাকে আসামি ধরতে গিয়ে হামলার শিকারে আহত হয়েছেন চার পুলিশ সদস্য।চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্তে এ ঘটনা ঘটে।শুক্রবার সন্ধ্যায় বিজিবির সহায়তায় তাদের উদ্ধার করা হয়।
আহতরা হলেন গোমস্তাপুর থানার উপপরিদর্শক শওকত আলী,শাহরিয়ার পারভেজ, কনস্টেবল সাজ্জাদ হোসেন ও মো:শাহরয়িার।ওই ঘটনায় পুলিশের কিছু খোয়া যায়নি বলে জানিয়েছেন ওসি।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়,আসামি আটক করতে গেলে পুলিশ সদস্যদের ঘেরাও করে গ্রামবাসী।ওই এলাকায় মাছ মারা সংক্রান্ত মামলার ঘটনা নিয়ে আগে থেকেই উত্তেজনা ছিল।
গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার বলেন, বিলের মাছ চুরি,ধরা ও চাঁদাবাজি সংক্রান্ত ইজারাদারের দায়ের করা একটি মামলার আসামি ধরতে ঘটনাস্থলে পুলিশ যায়।তাদের ওপর হামলা করেছে স্থানীয়রা।আহত পুলিশ সদস্যদের উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ওই এলাকার বাসিন্দা এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু বলেন,বিজিবি সদস্যদের সহায়তায় আহত পুলিশ সদস্যদের উদ্ধার করা হয়েছে।
গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ইসমাইল হোসেন বলেন,শুক্রবার রাত সোয়া ৯টার দিকে তিন পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়।তাদের মধ্যে কনস্টেবল সাজ্জাদকে মাথায় আঘাত থাকায় রামেক হাসপাতালে রেফার করা হয়েছে।অন্যদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।তাদের প্রাথমিক চিকিৎসা ও ব্যবস্থাপত্র দিয়ে ছেড়ে দেওয়া হয়।