আগামী তিনদিনের মধ্যে মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়াবিদরা বলছেন,কোনো ঘূর্ণিঝড় শুরুর আগেই সাধারণত এমন লঘুচাপ দেখা দেয়।
ঘূর্ণিঝড়ের আভাস নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল।
শুক্রবার(১৪অক্টোবর)আগামী ৭২ঘণ্টা অর্থাৎ আগামী তিনদিনের আবহাওয়া বার্তায় বলা হয়,খুলনা,বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় ও রাজশাহী,রংপুর,ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।সারাদেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ঘণ্টায় সারাদেশে সর্বোচ্চ ৩৫দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়।সর্বনিম্ন ২১দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রংপুরের তেতুলিয়ায়। এছাড়া গত ২৪ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৯মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে।