অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা চার বছরের সংসার।দাম্পত্যজীবনে আছে এক কন্যাও।
স্বামীর সঙ্গে বিচ্ছেদের কোনো গুঞ্জন শোনা যায়নি।নিজেও ঘোষণা দেননি কখনো।কিন্তু সম্প্রতি স্বামী রিমকে বলতে শোনা গেল আমি তোমাকে চিনি না।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে স্বামী রিমকে উদ্দেশ করে এ কথা বলতে শোনা যায় নাবিলাকে।কী এমন হলো যে স্বামীকে চেনেন না নাবিলা!স্বামীকে উদ্দেশ্য করে নাবিলা বলেন,আমি আর আগের মতো নেই।আমি তোমাকে চিনি না।ভিডিওটিতে নাবিলার কথা শুনে রিমকে বেশ হতবাক অবস্থায় দেখা যায়।
ভিডিওটি দেখে নেটিজেনরাও বেশ অবাক হয়েছেন।নাবিলা ও তার স্বামীর আলোচিত এ ভিডিওটি এরই মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি করেছে।২০১৮সালের ২৬এপ্রিল বিয়ে করেন আয়নাবাজি’খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।পূর্বপরিচিত ব্যাংকার জোবাইদুল হক রিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।অনুষ্ঠানে ছিলেন আত্মীয়-স্বজন,বন্ধুসহ ঢালিপাড়ার অনেকে।গত বছরের জুলাই এক কন্যা সন্তানের মা হন নাবিলা।
★প্রকাশক:-মোঃমোশারফ হোসেন তোকদার।
★উপদেষ্টা:-বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃটিপু মুন্সি,এমপি মাননীয় বাণিজ্য মন্ত্রী,বাণিজ্য মন্ত্রনালয়।
★সম্পাদক:-মোঃআব্দুল্লা আল্ মাহমুদ মিলন,সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ পীরগাছা উপজেলা,রংপুর বিভাগ।
★ব্যবস্থাপনা পরিচালক:-মোঃএম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
★বার্তা সম্পাদক:-মোঃরফিকুল ইসলাম লাভলু।
© All rights Reserved © 2022 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।