প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৪:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২২, ১১:১৩ পি.এম
গাইবান্ধায় উপনির্বাচনের ভোটগ্রহণ বন্ধ করেছে নির্বাচন কমিশন
গাইবান্ধা-৫(ফুলছড়ি-সাঘাটা)আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ বন্ধ করেছে নির্বাচন কমিশন।আজ বুধবার(১২ অক্টোবর)দুপুরে নির্বাচন কমিশন ভবনে এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার(সিইসি)কাজী হাবিবুল আউয়াল।এর আগে ৫০টির মতো কেন্দ্র বন্ধ ঘোষণা করে নির্বাচন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। তবে নির্বাচন বন্ধ ঘোষণার আগেই আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখলসহ নানা অনিয়ম-জালিয়াতির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন অন্যান্য সব প্রার্থী।গত ২৩আগস্ট এই আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়।এই আসনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট পাঁচজন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো:মাহমুদ হাসান(নৌকা),জাতীয় পার্টির প্রার্থী এইচ এম গোলাম শহীদ রঞ্জু(লাঙল)বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী জাহাঙ্গীর আলম(কুলা)এবং স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ(আপেল)ও সৈয়দ মাহবুবার রহমান(ট্রাক)।নৌকা প্রার্থী ছাড়া সবাই নির্বাচন বর্জন করেন।আসনটিতে মোট ভোটারসংখ্যা তিন লাখ ৩৯হাজার ৭৪৩জন।এর মধ্যে নারী ভোটার এক লাখ ৭০হাজার ১৬০জন এবং পুরুষ ভোটার এক লাখ ৬৯হাজার ৫৮৩জন।
অফিস কার্যালয়ঃ- মেসার্স তোকদার বস্ত্রালয়--প্রেসক্লাব পীরগাছা,উপজেলা:-পীরগাছা,জেলা:-রংপুর। মোবাইল:০১৭১-০৮৭০৪২০,০১৭২-৭০২০০৩৫ ই-মেইল :tokdernews@gmail.com