বেসরকারি পর্যায়ে পরিচালিত স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে নিয়মে আনতে দ্বিতীয় দফায় চলা সারা দেশব্যাপী অভিযানে গত তিন দিনে ৭০০প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।একই সঙ্গে নিবন্ধন থাকলেও নবায়ন না করা ও আধুনিক যন্ত্রপাতি দিয়ে চিকিৎসা কার্যক্রম না করাসহ নানা অভিযোগে এসব প্রতিষ্ঠানকে ১১লাখের বেশি টাকা জরিমানা করা হয়েছে।বুধবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা এই তথ্য জানিয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর বলছে,গত সোমবার থেকে বুধবার পর্যন্ত সারা দেশে চলমান অভিযানে ৭০০টি বেসরকারি হাসপাতাল,ক্লিনিক,ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক বন্ধ করে দেওয়া হয়েছে।একই সঙ্গে অবৈধভাবে কার্যক্রম পরিচালনার অভিযোগে এসব প্রতিষ্ঠানকে ১১লাখ ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।সরকারি সংস্থাটি বলছে,অভিযানে সবচেয়ে ১৬৯টি বন্ধ হয়েছে খুলনা বিভাগে।এরপর ঢাকা বিভাগে ১৭৮টি,চট্টগ্রাম বিভাগে ১৫৪টি,রাজশাহী বিভাগে ৮১টি,ময়মনসিংহ বিভাগে ৮০টি,রংপুর বিভাগে ২৪টি,বরিশালে ১৩টি এবং সিলেটে বন্ধ হয়েছে মাত্র একটি।এদিকে জরিমানা আদায়ে শীর্ষে রয়েছে রাজশাহী বিভাগ,এই বিভাগে সর্বোচ্চ ৭লাখ ৩৭হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।এরপর ঢাকা বিভাগে এক লাখ,খুলনা বিভাগে দুই লাখ ১৭হাজার এবং বরিশাল বিভাগে জরিমানা আদায় করা হয়েছে দুই লাখ,রংপুরে ১১হাজার। তবে,চট্টগ্রাম,ময়মনসিংহ,সিলেট বিভাগসহ ঢাকা মহানগরীতেও কোন জরিমানা আদায় করা হয়নি।এর আগে গত ২৬মে ৭২ঘণ্টার সময় বেঁধে দিয়ে প্রথম দফায় গত ৩০মে বেআইনিভাবে পরিচালিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযানে নামে স্বাস্থ্য অধিদপ্তর।যেখানে এক হাজার ৬৪১টি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এবার দ্বিতীয় গত সোমবার থেকে সপ্তাহব্যাপী অভিযানে নামে সরকার।যেখানে প্রথম দুদিনে ৫২৪টির কার্যক্রম বন্ধ করতে পেরেছে স্বাস্থ্য অধিদপ্তর।এই নিয়ে গত তিন মাসে দুই হাজার ২৮৭টি প্রতিষ্ঠান বন্ধ করা হলো।স্বাস্থ্য হাসপাতাল ও ক্লিনিক শাখার সহকারী পরিচালক ডা:শেখ দাউদ আদনান বলেন,আমাদের কথা পরিষ্কার,কার্যক্রম চালাতে হলে নিবন্ধন নিতে হবে।যারাই বেআইনিভাবে কার্যক্রম চালাবেন,তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।