নির্বাচনের আগে হয়রানিমূলক মামলা প্রশ্নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনিনরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব আক্তার হোসেন বলেছেন,নির্বাচনের আগে হয়রানিমূলক মামলার কোনো প্রশ্নই আসে না।আমরা কখনো এ ধরনের নির্দেশ দেবো না।শনিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে দেশের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের মতবিনিময়ে অংশগ্রহণ করে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্র সচিব আরও বলেন,জেলা পরিষদ ও আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ ভবিষ্যতে যে নির্বাচনগুলো হবে তা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের বিষয়ে আলাপ হয়েছে।ডিসি-এসপিরা পরামর্শ দিয়েছেন।তারা তাদের অভিজ্ঞতার কথা বলেছেন।নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমরা মাঠপ্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করতে বলেছি।কারো মধ্যে যেন ভ্রান্ত ধারণা তৈরি না হয় যে পক্ষপাতমূলক কার্যক্রম হচ্ছে।আক্তার হোসেন আরও বলেন,কোনো রকমের পক্ষপাতমূলক আচরণ যেন না হয় তা আমরা এনশিয়র করবো।নির্বাচনকে কেন্দ্র করে মাঠ প্রশাসনে রদবদল হয় না।এটি রুটিন ওয়ার্ক।কিছুদিন আগে পদোন্নতির কারণে আমরা ৪০টি জেলায় নতুন এসপি নিয়োগ দিয়েছি।ওই এসপিদের আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে বলেছি।এক প্রশ্নের জবাবে তিনি বলেন,হয়রানিমূলক মামলার বিষয়টি নিয়ে আলোচনা হয়নি।তবে হয়রানিমূলক মামলার সুযোগ নেই।এর প্রশ্নই নেই।আমরা কখনো এ ধরনের নির্দেশ দেবো না।এদিন সকাল ১০টায় প্রধান নির্বাচন কমিশনার(সিইসি)কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে তিন ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।