বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৪টাকা কমছে।এতে এক লিটার সয়াবিন তেলের দাম দাঁড়াবে ১৭৮টাকা,বর্তমানে যা বিক্রি হচ্ছে ১৯২টাকায়।আজ মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে।বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৮৮০টাকা।আর খোলা সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৫৮টাকা।এই হিসাবে খোলা সয়াবিনের দাম কমেছে ১৭টাকা।আর বোতলজাত পাঁচ লিটার তেলে লিটারপ্রতি কমেছে ১৩টাকা।এর আগে গত ২৩আগস্ট বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে সাত টাকা বাড়িয়ে ১৯২টাকা নির্ধারণ করা হয়।আর পাঁচ লিটার বোতলজাত তেলের দাম ৯৪৫টাকা করা হয়।খোলা এক লিটার সয়াবিন তেলের মূল্য নির্ধারণ করা হয় ১৭৫টাকা।এ ছাড়া প্রতি লিটার পাম তেলের দাম ধরা হয়েছিল ১৪৫টাকা।গত সপ্তাহে পাম তেলের দাম ১২টাকা কমিয়ে ১৩৩টাকা করা হয়।তারও আগে গত ১৭জুলাই লিটারে ১৪টাকা কমানো হয়েছিল সয়াবিন তেলের দাম।তখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা,প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৬৬টাকা এবং পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯১০টাকা নির্ধারণ করা হয়েছিল।সয়াবিন তেলের পাশাপাশি তখন পাম তেলের দামও ছয় টাকা কমানো হয়েছিল।সে সময় পাম তেলের নির্ধারিত দাম ১৫৪টাকা থেকে কমিয়ে ১৪৮টাকা করা হয়েছিল।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।