ব্রিটিশ সাবেক রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর কারণ সামনে এসেছে।ন্যাশনাল রেকর্ড অব স্কটল্যান্ড থেকে প্রকাশিত মৃত্যুসনদে দেখা গেছে রানি এলিজাবেথের মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে বার্ধক্যজনিত মৃত্যু।
মৃত্যুসনদে আরও বলা হয়েছে,রানি এলিজাবেথ ব্রিটিশ সময় অনুযায়ী দুপুর ৩টা ১০মিনিটে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা যান।মৃত্যুসনদটিতে স্বাক্ষর করেছেন রানির মেয়ে প্রিন্সেস অ্যান।এদিকে গত ৮সেপ্টেম্বর বালমোরাল প্রাসাদে ৯৬বছর বয়সে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ।১১দিন বিভিন্ন রাষ্ট্রীয় কার্যক্রম সম্পন্ন করে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।তার মৃত্যুর পর ব্রিটিশ সিংহাসনে বসেন তার বড় ছেলে প্রিন্স চার্লস।তিনি রাজা তৃতীয় চার্লস উপাধি নিয়ে এখন যুক্তরাজ্যের রাজার আসনে বসেছেন।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।