আসন্ন রংপুর জেলা পরিষদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে,ততই জমজমাট হয়ে উঠেছে প্রচার-প্রচারনা।পুরুষ প্রার্থীর পাশাপাশি সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরাও নেমে পড়েছেন কোমর বেঁধে।প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন চষে বেড়াচ্ছেন তারা।পীরগাছা,কাউনিয়া ও গঙ্গাচড়া উপজেলা নিয়ে সংরক্ষিত মহিলা ১,২,৩ নং আসনে প্রতিদ্বন্দীতা করছেন ৬জন।তার মধ্যে প্রচার-প্রচারণায় এগিয়ে আছেন কাউনিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা সঙ্গীতা।তিনি দীর্ঘ ১৮বছর ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত।সঙ্গীতা হারাগাছের প্রবীণ রাজনীতিবিদ ওয়াহেল ডাক্তারের পুত্রবধু ও একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান।ধর্ম পরিবর্তন করে বিয়ে করার পর পুলিশে কর্মরত স্বামীর অকাল মৃত্যুর পর থেকে সঙ্গীতা গরীব-দুখী ও অবহেলিত মানুষের জন্য কাজ করে গেছেন।গতকাল বৃহস্পতিবার দিনভর পীরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,মেম্বার ও মহিলা মেম্বারদের সাথে মতবিনিময় করেছেন মাইক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করা সঙ্গীতা।তিনি পীরগাছা,কাউনিয়া ও গঙ্গাচড়া উপজেলার উন্নয়নমূলক কাজ করার প্রত্যয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।গতকাল বৃহস্পতিবার দুপুরে পীরগাছা উপজেলা পরিষদের কথা হয় সঙ্গীতার সাথে।তিনি বলেন,আমার চাওয়া-পাওয়ার কিছু নেই।স্বামীর মৃত্যুর পর থেকে আমি মানুষের সেবায় কাজ করে গেছি,এখনও কাজ করছি।তিনি বলেন,আগামী ১৭অক্টোবরের নির্বাচনে আমি জয়লাভ করবো বলে আশাবাদী।আমি জয়ী হলে এই ওয়ার্ডের সকল চেয়ারম্যান,মেম্বার ও মহিলা মেম্বারদের পাশে থেকে কাজ করে যাব।তাই সকলের ভোট প্রার্থনা করছি।এসময় রংপুর মহানগর আওয়ামীলীগের মজিবর রহমান মিলন ও ব্যবসায়ী আবু হাসেম খাঁন রানা তার সাথে ছিলেন।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।