রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ফ্লাক্সিলোড ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার রাতে উপজেলার হারাগাছ পৌরসভার দর্জিপাড়া বিদ্যাপাড়া চারমাথা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।আহত ব্যক্তির নাম মোস্তাফিজার রহমান মোস্তা(৩৫)।তিনি গংগাচড়ার মর্নেয়া ইউনিয়নের কামদেব শেখপাড়ার মৃত তমিজ উদ্দিনের ছেলে।তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।পুলিশ ও স্থানীয়রা জানায়,মোস্তাফিজুর রংপুর শহরের পায়রা চত্বরে ফ্লাক্সিলোডের ব্যবসা করেন।বৃহস্পতিবার রাতে তিনি শহরে ব্যবসা প্রতিষ্টান বন্ধ করে টাকা ও মোবাইল নিয়ে বাড়ি ফিরছিলেন।রাত ১১টার দিকে হারাগাছ পৌর এলাকায় দর্জিপাড়া বিদ্যাপাড়া চারমাথা মোড়ে পৌঁছালে সেখানে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা তাঁর পথ আগলে ধরে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।তিনি প্রতিরোধের চেষ্টা করলে ছিনতাইকারীরা তাঁর গলায় ও হাতে ছুরিকাঘাত করে।পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।তবে মোস্তাফিজারের প্রতিরোধের কারণে ছিনতাইকারীরা তার টাকা ও মোবাইল নিয়ে যেতে পারে নাই।স্থানীয় লোকজন জানায়,এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য বহিরাগত মাদকসেবীরা মোটর সাইকেলে আসা যাওয়া করে।মাদকের বাজার নামে পরিচিত গংগাচড়ার ভাংগাগড়া এলাকায় যাওয়ার একমাত্র পথ হারাগাছ পৌরসভার বিদ্যাপাড়া দর্জিপাড়া সড়ক।হয়তো ছিনতাইকারীয়ের চেষ্টার ঘটনার সাথে মাদকসেবীরা জড়িত থাকতে পারে বলে ধারনা করছে স্থানীয়রা।রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)রেজাউল করিম জানান,পথচারী ছিনতাইকারীর কবলে পড়েছেন এমন খবর পাওয়ার পর তিনি সহ একদল পুলিশ সেখানে যাই।ঘটনাস্থল থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।দুর্বৃত্তরা ফ্লাক্সিলোড ব্যবসায়ীকে গলায় ও হাতে ছুরিকাঘাত করে ছিল।তবে ব্যবসায়ীর প্রতিরোধের মুখে তার কাছে থাকা ১লাখ ৩হাজার ৪৮০টাকা ও কয়েকটি মোবাইল নিয়ে যেতে পারে নাই দুর্বৃত্তরা।আহত ব্যবসায়ী টাকা গুলো মেডিকেলে তার বড় ভাইকে জমা দেয়।
ওসি রেজাউল করিম বলেন,এ ব্যাপারে আহত ব্যবসায়ীর পরিবার থেকে এখনো কোন অভিযোগ দেওয়া হয় নাই।তবে ঘটনাটি ছিনতাই না অন্য কিছু তা খতিয়ে দেখছে পুলিশ।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।