কফি উইথ করণ-এ হাজির হচ্ছেন ইন্টেরিয়র ডিজাইনার তথা বলিউড বাদশা শাহরুখ খান পত্নী চলচ্চিত্র প্রযোজক গৌরী খান।তবে তাকে দেখা যাবে ফ্যাবুলাস লাইভস অব বলিউড-খ্যাত ভাবনা পাণ্ডে আর মাহিপ কাপুরের সঙ্গে।মাহিপ কাপুরের সঙ্গে বিয়ে হয়েছে বলিউড অভিনেতা সঞ্জয় কাপুরের।আর ভাবনা পাণ্ডে হলেন চাঙ্কি পাণ্ডের স্ত্রী।তারই একটি প্রোমো শেয়ার করে করণ লিখলেন,এই অসাধারণ নারীরা এসেছেন কিছু গরম গরম কফি ফাঁস করার জন্য।প্রথমেই দেখা যাচ্ছে করণ প্রশ্ন করছেন গৌরীকে।তিনি মেয়ে সুহানাকে কী পরামর্শ দেবেন।আর তাতে শাহরুখ পত্নীর জবাব,কখনও যেন একসঙ্গে দুটো ছেলেকে ডেট না করে।জনপ্রিয় এই প্রযোজক ও নির্মাতা আরও জানান,খুব দ্রুত বলিউডে অভিষিক্ত হবেন তিনি।জোয়া আখতারের দ্য অর্চি দিয়ে।সঙ্গে শ্রীদেবীর মেয়ে খুশি কাপুর ও অমিতাভের নাতনি অগস্ত্য নন্দা।উল্লেখ্য,ক্যারিয়ারের একেবারে শুরুতেই গৌরীকে বিয়ে করে নেন শাহরুখ।১৯৯১সালে হয় মালাবদল।