বাগেরহাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত আর কেউ মনোনয়নপত্র দাখিল না করায়,তিনিই জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হবেন।বীর মুক্তিযোদ্ধা প্রবীণ রাজনীতিবিদ শেখ কামরুজ্জামান টুকু বাগেরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো;জালাল উদ্দিন বলেন,২৫সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুকে সরকারিভাবে বাগেরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ঘোষণা করা হবে।বাগেরহাট জেলা পরিষদ নির্বাচনে অন্য কোনো দল অংশ না নেওয়ায় সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে আওয়ামী লীগের দলীয় একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।বাগেরহাটে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৯টি সাধারণ সদস্য পদে ২৯জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।এর মধ্যে ফকিরহাট উপজেলা আসনে মাত্র একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।এই আসনের প্রার্থী ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক একক প্রার্থী হওয়ায়,তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাগেরহাট জেলা পরিষদের সদস্য নির্বাচিত হচ্ছেন।এছাড়া বাগেরহাট জেলা পরিষদের ৩টি সংরক্ষিত মহিলা সদস্য পদে দুজন করে সর্বমোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা জানান,নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী জেলা পরিষদ নির্বাচনে ১৮সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই,১৯থেকে ২১সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময়,আপিল নিষ্পত্তি ২২থেকে ২৪সেপ্টেম্বর,প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫সেপ্টেম্বর।প্রতীক বরাদ্দ ২৬সেপ্টেম্বর।আর ১৭অক্টোবর সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ হবে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।