সুন্দরগঞ্জে অধ্যক্ষের মাদকাসক্ত পুত্রকে নিয়োগ প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন

ছবি:দৈনিক তোকদার নিউজ পোর্টাল থেকে,সুন্দরগঞ্জে অধ্যক্ষের মাদকাসক্ত পুত্রকে নিয়োগ প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন
News
★ বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ-


গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় কলেজে অধ্যক্ষের মাদকাসক্ত পুত্রকে নিয়োগ দানের প্রক্রিয়াসহ অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে কর্মচারী নিয়োগ চেষ্টার প্রতিবাদে বৃহস্পতিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বামনডাঙ্গার ডিবি রোডে স্থানীয় নাগরিক কমিটি এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নাগরিক কমিটির আহবায়ক শেখ শাহীন,যুগ্ম আহবায়ক আইয়ুব আলী, সংগঠক আরিফুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন,বামনডাঙ্গা আব্দুল হক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ইমান হোসেন অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগ দানের চেষ্টা করছেন।তাঁর পুত্র আরাফাত রহমান একজন মাদকাসক্ত ব্যক্তি।মাদকাসক্ত পুত্রকে প্রতিষ্ঠানে ল্যাব অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ করার প্রক্রিয়া,তাঁর আরেক পুত্র একই কলেজের প্রভাষক আব্দুল্যাহ আল মেহেদী রাসেলের স্ত্রী আফরিন জেরিনকে গ্রন্থাগারিক পদে অবৈধভাবে নিয়োগ দিয়ে বিল উত্তোলনের চেষ্টা করছেন। আগামী ১৭সেপ্টেম্বর কর্মচারী নিয়োগের জন্য অনেকের কাছ থেকে অধ্যক্ষ ইমান হোসেন মোটা অঙ্কের অর্থ গ্রহণ করেছেন।এসব অনিয়মের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রতিকারের দাবি জানানো হয়। এছাড়াও সুষ্ঠু পরীক্ষার মাধ্যমে মেধাবী প্রার্থীদের নিয়োগ করার দাবি জানান বক্তারা।