★ বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ-
গাইবান্ধার সুন্দরগঞ্জে জ্ঞানী গুনী সুধীজনদের মিলন মেলা ও ‘শিক্ষার মান উন্নয়নে আমাদের করণীয় শীর্ষক শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২সেপ্টেম্বর)বিকেলে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়।
শিক্ষা সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম শরিফুল ইসলাম।
সহকারী শিক্ষক এসকে পলাশের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ থানার সেকেন্ড অফিসার মো. রাফায়েত হোসেন,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুকুল চন্দ্র বর্মন, সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নাসরীন সুলতানা, তুলসীঘাট ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ফেরদৌসী জাহান সিদ্দিকা,ধাপাচিলা দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মো:আছর উদ্দিন,বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির পরিদর্শক মো:মাসুদ মিয়া,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো:গোলাম রব্বানী প্রমূখ।
পরে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জেলা-উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দশজন বিশিষ্ট শিক্ষককে ‘শিক্ষাপদক-২০২২প্রদান করা হয়।এরআগে,স্থানীয় ক্ষুদে শিল্পীরা সংগীত পরিবেশন করেন।