বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ছোট ভাইয়ের বউকে ধর্ষণের দায়ে ভাশুরসহ দুজনকে যাবজ্জীবন ও ৩০হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।রোববার(২৮আগস্ট)রাতে আদালতের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে একই দিন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন,উপজেলার বাসিন্দা আফজাল হাওলাদারের ছেলে জিয়া হাওলাদার(৩৫)ও তার স্বজন সিদ্দিক হাওলাদার(৪০)।তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই নারীর স্বামীকে খালাস দিয়েছেন আদালত।মামলা সূত্রে জানা যায়,সহিদুল ইসলামের সঙ্গে ওই গৃহবধূর প্রেমের সম্পর্ক ছিল।সেই সম্পর্কের সূত্র ধরে তিনি গর্ভবতী হলে ২০০৬সালে সহিদুলের সঙ্গে তার বিয়ে হয়।পরে তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়।তবে বিয়ের কিছু দিন পর যৌতুকের জন্য তার স্বামী,ভাশুর ও শ্বশুরসহ বাড়ির লোকজন তাকে শারীরিক নির্যাতন শুরু করেন।পরে সন্তানসহ তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন।এদিকে এ ঘটনায় ভুক্তভোগী নারী ২০০৭সালে স্বামী,ভাশুর ও শ্বশুরকে আসামি করে একটি যৌতুক মামলা করেন।পরে সেই মামলা তুলে নেওয়ার জন্য আসামিরা চাপ দিতে থাকেন।তবে তিনি তাদের কথামতো মামলা তুলে না নেওয়ায় ২০১১সালের ২২আগস্ট রাতে ভুক্তভোগী গৃহবধূকে বাবার বাড়িতে গিয়ে কৌশলে ঘরের ভেতর প্রবেশ করে ধর্ষণ করে ভাশুর জিয়া হাওলাদার।এ সময় ধর্ষণে সহযোগিতা করে ভুক্তভোগী গৃহবধূর স্বামী সহিদুল ইসলাম ও তাদের স্বজন সিদ্দিক হাওলাদার।এ বিষয়ে বেঞ্চ সহকারী হুমায়ুন কবির জানান,এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর বাবা একই বছরের ২৫আগস্ট একটি ধর্ষণ মামলা করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করে।পরে আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ রোববার আদালত এ রায় দেন।তবে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
© All rights Reserved © 2022 ★★
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি www.tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে অনলাইন নিউজ পোর্টালটি তার কার্যক্রম শুরু করেছে,www.tokdernews.com 2020সাল থেকে অত্যন্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রিয়েল টাইম নিউজ আপডেট প্রদান করেছে।এটি পূর্ববর্তী সংবাদের সংরক্ষণাগার এবং নির্দিষ্ট সংবাদ আইটেমগুলির মুদ্রণের সুবিধাও প্রদান করে।অনলাইন নিউজ পোর্টাল থেকে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ এবং সারা বিশ্বের সর্বশেষ খবর এবং শীর্ষ ব্রেকিং শিরোনামগুলি সহজেই খুঁজে পেতে পারেন।www.tokdernews.com বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল,বিনোদন, জীবনধারা,বিশেষ প্রতিবেদন,LIVE TV,রাজনীতি,অর্থনীতি, সংস্কৃতি,শিক্ষা,তথ্য প্রযুক্তি,স্বাস্থ্য,খেলাধুলা, কলাম এবং বৈশিষ্ট্য সহ 25/10 আপডেট করছে।সংবাদ ভিত্তিক সাইটটি দেশের ঐতিহ্যবাহী সংবাদপত্রের সমস্ত উপাদান দিয়ে সমৃদ্ধ।অনলাইন নিউজ পোর্টালের জন্য একদল তরুণ সাংবাদিক কাজ করছেন।www.tokdernews.com সারা বিশ্বের বাংলা ভাষার মানুষের সাথে সেতুবন্ধন তৈরি করার চেষ্টা করছে এবং দেশের অনলাইন নিউজ পোর্টালে একটি নতুন মাত্রা তৈরি করতে চায়।