বোতলজাত সয়াবিন তেল দাম প্রতি লিটারে ৭টাকা করে বাড়ছে।৭টাকা বেড়ে এখন থেকে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ১৯২টাকায় বিক্রি হবে।
আজ মঙ্গলবার(২৩আগস্ট)থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।এর আগে গত ৩আগস্ট সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।দাম বাড়ানোর এ প্রস্তাব ৩আগস্ট বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে(বিটিটিসি)দিয়েছে সংগঠনটি।এতে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০টাকা,এক লিটারের বোতল ২০৫টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৬০টাকা করার কথা বলা হয়েছিল।এরপর আজ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বিজ্ঞপ্তি দিয়ে জানাল বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটারে ৭টাকা করে বাড়ছে।