পটুয়াখালীর গলাচিপায় অতিরিক্ত দাম নেওয়া,মূল্য তালিকা না থাকা ও ক্যাশমেমো না দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে ১৬হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর মধ্যে পৌরসভার পূর্ব মাছ বাজারের পোলট্রি দোকানের মালিক নয়নকে ৫হাজার,শিকদার পোলট্রির মালিক রেজাউল করিমকে ৫হাজার ও যতিন ডিম ঘরের মালিক যতিন চন্দ্র দাসকে ৬হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ শনিবার বেলা ১টার দিকে পৌর শহরে ব্যরসায়ীদের এ অর্থদণ্ড দেন অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালী জেলার সহকারী পরিচালক ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:সেলিম বলেন,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় তিন ব্যবসায়ীকে ১৬হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।