ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন,এই সরকার ক্ষমতায় থাকলে জনগণের বাঁচার কোনো উপায় থাকবে না।
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টির(জাগপা)একাংশ আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
আবদুস সালাম বলেন,পানির দাম বাড়াচ্ছে,গ্যাসের দাম বাড়াচ্ছে।এই সরকার জনগণকে ভাতে মারবে,পানিতে মারবে। জনগণের ওপরেই তাদের আক্রোশ।সেজন্য বলতে চাই, আজকে আন্দোলন শুধু বিএনপির নয়।
তিনি বলেন,পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারত এমন এমন কাজ করে তারপরও সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ওনারা এর প্রতিবাদ করেন না।উনি বাংলাদেশের মন্ত্রী না ভারতের মন্ত্রী।
এ সরকারের অধীনে কেউ নিরাপদ নয় দাবি করে বিএনপির এই নেতা বলেন,আজকে ঘরে বসে থাকলে হবে না।সবাইকে বলতে হবে তেল,গ্যাসের দাম বাড়লো কেন?আমি সবাইকে রাজপথে নেমে আসার জন্য আহ্বান করছি।
জাগপার(একাংশ)সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে ও এস এম শাহাদাত হোসেনের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,লেবার পার্টির চেয়ারম্যান ডা:মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, পিপলস লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব হোসেন, এনপিপির যুগ্ম-সম্পাদক ফরিদ উদ্দিন,কৃষক দলের সাবেক যুগ্ম-সম্পাদক শাহজাহান মিয়া সম্রাট,জাগপার প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী হাসানুজ্জামান,যুগ্ম-মহাসচিব ডা:আওলাদ হোসেন শিল্পী,সাংগঠনিক সম্পাদক মো:হোসেন মোবারক, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম,যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমু,জাগপা ছাত্রলীগের সভাপতি ডা:আলী আকবর প্রমুখ।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।