রংপুরের পীরগাছায় খাবারে চেতনানাশক ঔষধ মিশিয়ে সবাইকে অচেতন করে একটি বাড়ির মূল্যবান জিনিস ও গরু বিক্রির টাকা লুটের অভিযোগ উঠেছে।গত শনিবার বিকেলে উপজেলার ছাওলা ইউনিয়নের কিশামত ছাওলা গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় অচেতন ৫জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
থানা পুলিশ জানায়,শনিবার দুপুরে ওই গ্রামের মৃত গনি মন্ডলের ছেলে রবিউল ইসলাম রাজার বাড়ির দুপুরের খাবারের সঙ্গে কে বা কারা চেতনা নাশক ঔষধ মিশিয়ে দেয়। পরে বাড়ির সকলে ওই খাবার খেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হলে ওই চক্রের লোকজন বাড়িতে থাকা গরু বিক্রির নগদ টাকা ও মুল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।ওইদিন সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পাশর্বর্তী বাড়ির লোকজন রাজা মিয়ার স্ত্রীকে ডাকতে গিয়ে কোন সারা শব্দ না পেয়ে বাড়ির ভিতরে গিয়ে গৃহকর্তা রাজা মিয়া(৪৮)তার স্ত্রী খাদিজা বেগম(৪০)ছেলে অপূর্ব (১২) মেয়ে অন্তরী আক্তার(১০)ও সামিরা আক্তার(২) কে অচেতন অবস্থায় দেখতে পায়।পরে তাদের উদ্ধার করে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গুরুতর অসুস্থ্য রাজা মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতকাল রোববার সকালে আহত রাজা মিয়ার ভাই আব্দুর রহিম বলেন,কে এই কাজ করলো আর কি পরিমান টাকা এবং জিনিসপত্র খোয়া গেছে তা এখনো জানা যায়নি।আহতরা একটু সুস্থ্য হলে বিস্তারিত জানা যাবে।
এ বিষয়ে,পীরগাছাথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো:মাসুমুর রহমান অনলাইনতোকদার নিউজ পোর্টাল কে বলেন,পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।তবে বাড়ি থেকে কোন মালামাল খোয়া যায়নি।তবুও অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
★প্রকাশক:-মোঃমোশারফ হোসেন তোকদার।
★উপদেষ্টা:-বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃটিপু মুন্সি,এমপি মাননীয় বাণিজ্য মন্ত্রী,বাণিজ্য মন্ত্রনালয়।
★সম্পাদক:-মোঃআব্দুল্লা আল্ মাহমুদ মিলন,সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ পীরগাছা উপজেলা,রংপুর বিভাগ।
★ব্যবস্থাপনা পরিচালক:-মোঃএম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
★বার্তা সম্পাদক:-মোঃরফিকুল ইসলাম লাভলু।
© All rights Reserved © 2022 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।