যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে অগ্নিকাণ্ডে ৩ শিশুসহ ১০জন প্রাণ হারিয়েছেন।তারা সবাই একই পরিবারের সদস্য। আগুন নেভাতে যথারীতি ফায়ার ফাইটাররা আসেন।সেই দলে থাকা এক ফায়ারফাইটার দেখলেন অগ্নিকাণ্ডের যারা মারা গেছেন তাদের সবাই তার পরিবারের সদস্য ও স্বজন।
পেনসিলভানিয়ার পুলিশ নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় নিশ্চিত করতে পেরেছে।গতকাল শুক্রবার ভোরে বারান্দা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
এই ঘটনায় এরইমধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ,এই অগ্নিকাণ্ডকে অপরাধমূলক কাজ হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
পরিবারের সদস্যদের হারানো হ্যারল্ড বেকার নেসকোপেক ভলান্টিয়ার ফায়ার কোম্পানির ফায়ারফাইটার হিসেবে কাজ করছেন।
চোখের সামনে স্বজনদের এমন পরিণতি দেখে তিনি বলেন, ‘আমি তাদের বাঁচাতে ভেতরে যেতে পারিনি।
তিনি জানান,অগ্নিকাণ্ডে মৃতদের মধ্যে তার ছেলে, মেয়ে, শ্বশুর,শ্যালক,শ্যালিকা,তিন নাতি-নাতনি ও আরও দুজন স্বজন।যে তিন শিশু মারা গেছে, তাদের মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে।
গ্রীষ্মের ছুটিতে স্বজনের কাছে বেড়াতে গিয়েই তারা এই দুর্ঘটনার কবলে পড়েছেন।
পেনসিলভানিয়া পুলিশ এখন পর্যন্ত ডেল বেকার(১৯)স্টার বেকার(২২)ডেভিড ডবার্ট সিনিয়র(৭৯)শ্যানন ডরবার্ট(৪২) লরা ডবার্ট(৪৭)মারিয়ান স্লাসারকে(৫৪)শনাক্ত করতে পেরেছে।
হ্যারল্ড বেকার বলেন,বাবার পদাঙ্ক অনুসরণ করে তাঁর ছেলে ডেল বেকারও অগ্নিনির্বাপণ বাহিনীতে যোগ দিয়েছিল।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।