জাতীয় সংসদীয় আসন গাইবান্ধা ৫(ফুলছড়ি-সাঘাটা)জাতীয় সংসদের ডেপুটি স্পিকার সদ্য প্রয়াত এ্যাড.ফজলে রাব্বী মিয়ার আসনটি গত ২৪জুলাই শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ সংসদ সচিবালয়।সাংবিধানিক নিয়ম অনুযায়ী গাইবান্ধা-৫(ফুলছড়ি-সাঘাটা)আসনে আগামী ৯০দিনের মধ্যে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচন কে সামনে রেখে অনেকেই প্রার্থী হওয়ায় এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন চায়ের দোকানে এবং আড্ডাখানায় শুরু হয়েছে বিভিন্ন প্রার্থীদের নামে নানা জল্পনা-কল্পনা।
জানা অজানা মন্তব্য কে হচ্ছেন নৌকার মাঝি?আওয়ামী লীগের নেতাদের মধ্যে আলোচনা কে পাচ্ছেন দলীয় মনোনয়ন।
তবে সর্বসাধারণের মতে এই উপ নির্বাচনে ৭বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মরহুম এ্যাড.ফজলে রাব্বী মিয়া এমপির যোগ্য উত্তরসরী হিসাবে তার কন্যা ফারজানা রাব্বী বুবলী দলীয় নেতাকর্মী ও সর্বসাধারণের নিকট অধিক জনপ্রিয় নেত্রীতে পরিণত হয়েছেন।এ যেন পিতার প্রতি দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের ভালোবাসার প্রতিফলন।
পিতার রাজনৈতিক সানিধ্য পেয়ে যেন কন্যা আজ আলোর ফুলকি হয়ে জ্বলছে।তাকে ঘিরে সাঘাটা ফুলছড়ির মানুষের মাঝে নতুনত্বের স্বপ্ন ভরা চোখে অপলক তাকিয়ে আছে মানবতার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলীয় নির্দেশনার অপেক্ষায়।এ আসনে একমাত্র দলীয় প্রার্থী ফারজানা রাব্বী বুবলী যিনি দলীয় ভাবে মনোনীত হলে উপ নির্বাচনে বিনা প্রদ্বিন্দিতায় নির্বাচিত হবেন।স্থানীয় দলীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও সর্বস্তরের মানুষের জল্পনা-কল্পনা এবং আওয়ামী লীগ নেতাদের আলোচনা সূত্রে জানাযায়,গাইবান্ধা-৫(ফুলছড়ি-সাঘাটা)
তারা হলেন সদ্য প্রয়াত এ্যাড.ফজলে রাব্বী মিয়ার কন্যা ফারজানা রাব্বী বুবলী যিনি ইতিমধ্যে উপজেলা দুটিতে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন।এদিকে এ উপনির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হতে মনোনয়ন প্রত্যাশী হিসাবে আরো যাদের নাম শোনা যাচ্ছে তারা ৩জন হলেন ফুলছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জি.এম সেলিম পারভেজ।ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।বিশিষ্ট ব্যবসায়ি সুশীল চন্দ্র সরকার।
জানা যায়,ফারজানা রাব্বী বুবলী ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,তার স্বামী বিচারপতি খুরশীদ আলম সরকার।ফজলে রাব্বী মিয়ার কন্যা হিসেবে তিনি বাবার উত্তরাধিকার সূত্রে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে অন্যান্য প্রার্থীদের চেয়ে এগিয়ে রয়েছেন।এ আসনে বর্তমান তাকে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসাবে ঘোষণা করা হলে জাতীয়পার্টি ও অন্যান্য বিরোধী রাজনৈতিক সংগঠনের প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা না করার সম্ভবনা দৃশ্যমান হওয়ায় বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হবেন বলে আশাবাদি দলীয় নেতাকর্মী ও সর্বসাধারণ নারী পুরুষ ভোটারগণ।
উল্লেখ্য,জাতীয় সংসদের সংসদীয় গাইবান্ধা-৫আসনের ৭বারের নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার প্রয়াত এ্যাড.ফজলে রাব্বী মিয়া এমপি গত ২২জুলাই নিউইয়র্ক মাউন্ট সিনাই হাসপাতালে স্থানীয় সময় বিকেল ৪টায়(বাংলাদেশ সময় ২৩জুলাই রাত ২টায়)চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।এরপর রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে পিতা মাতা,স্ত্রী,সন্তান নাতির কবরের পাশে কবরস্থ করা হয়।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।