এখন আর অনেক দফাটফা নাই।এখন একটাই দফা,এক দাবি এই মুহূর্তে পদত্যাগ করো,তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করো।একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে এই সংসদ বাতিল করো এবং নতুন নির্বাচন কমিশনের অধীনে একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবার কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে জ্বালানি,গ্যাসের মূল্যবৃদ্ধি ও বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বক্তব্যকালে মির্জা ফখরুল বলেন,আওয়ামী লীগের পতনঘণ্টা বাজতে শুরু করেছে।এখন বিদ্যুৎ,এর পরে জ্বালানি তেল,এর পর দেখবেন খাজাঞ্চিখানা শূন্য হচ্ছে,রিজার্ভ শেষ হচ্ছে।দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে আকাশচুম্বী হয়ে।সমাবেশে লোডশেডিংয়ের প্রতিবাদে হাতে হ্যারিকেন নিয়ে সামবেশে যোগ দেন বিএনপির নেতা-নেত্রী ও কর্মীরা।তাদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন,এই হ্যারিকেনটা গণভবনে হাসিনার কাছে পাঠিয়ে দেন।তার হাতে হ্যারিকেন ধরিয়ে দেন।শুধু এই মিটিংয়ের মধ্যে হ্যারিকেন নিয়ে আসলে হবে না।যখনি অন্ধকার আসবে,যখনি লোডশেডিং হবে তখনই হ্যারিকেন আর মোমবাতি নিয়ে বের হবেন।কারণ এই মোমবাতি ও হ্যারিকেন নিয়ে বের না হলে আমরা আলোকিত হব না।এই প্রতিবাদ সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহর সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্র ও মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।