কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল যান চলাচলের জন্য আগামী ডিসেম্বরে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।তিনি বলেছেন,অক্টোবরের শেষ দিকে বা নভেম্বরের প্রথম সপ্তাহে টানেলের একটি টিউব এবং ডিসেম্বরে দ্বিতীয় টিউবটিও খুলে দেওয়া হবে।আজ শুক্রবার(২৯জুলাই)চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক,পুলিশ সুপার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।বিপিসির চেয়ারম্যান এবিএম আজাদও বৈঠকে উপস্থিত ছিলেন।বৈঠকে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সাম্প্রতিক নানা সংকটের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন,টানেলের কাজ খুব সহজেই বাস্তবায়ন করা গেছে।এত বড় একটা প্রজেক্ট,নির্ধারিত সময়ে যে বাস্তবায়ন হচ্ছে তা দেশের জন্য বড় সাফল্য।টানেলটা বাংলাদেশের জন্য মডেল হিসেবে চিহ্নিত হবে।জ্বালানি তেলের দাম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,বিশ্ববাজারে দাম কমলে ইউরোপ আমেরিকাতে দাম কমে যায়।আবার বাড়লে দাম বেড়ে যায়।কিন্তু আমাদের দেশে এই প্র্যাকটিসটা নেই।সরকার এখনো জ্বালানির দাম বাড়ার ঘোষণা দেয়নি।তবে পরিস্থিতি যদি ওই রকম হয় তখন সরকার হয়তো চিন্তা ভাবনা করবে কী করা যায়।তবে দাম এখনো বাড়ানো হয়নি।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে এভাবে আর সাপ্লাই চ্যানেল বন্ধ হয়নি।স্বাভাবিকভাবে সবার ওপর একটা প্রভাব পড়বে।এটা আমাদের সবাইকে মিলেই মোকাবিলা করতে হবে।এসব বিষয় নিয়ে আজ আলোচনা করেছি।মন্ত্রিপরিষদ সচিব বলেন,ব্যাংক আর খোলা বাজারে ডলারের দামের মধ্যে সামঞ্জস্য আনতে কাজ চলছে।গ্যাসের সংকট কাটাতেও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
★প্রকাশক:-মোঃমোশারফ হোসেন তোকদার।
★উপদেষ্টা:-বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃটিপু মুন্সি,এমপি মাননীয় বাণিজ্য মন্ত্রী,বাণিজ্য মন্ত্রনালয়।
★সম্পাদক:-মোঃআব্দুল্লা আল্ মাহমুদ মিলন,সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ পীরগাছা উপজেলা,রংপুর বিভাগ।
★ব্যবস্থাপনা পরিচালক:-মোঃএম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
★বার্তা সম্পাদক:-মোঃরফিকুল ইসলাম লাভলু।
© All rights Reserved © 2022 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।