যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১০দিনের সফরে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী।
সফরের সময় তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারের রক্সটন কলেজে অনুষ্ঠিতব্য পার্লামেন্টারি স্কলার্স এন্ড পার্লামেন্টারিয়ান্স-এর ১৫তম ওয়ার্কশপে যোগ দিবেন।
এছাড়া সিপিএ’র বর্তমান মহাসচিব ও সাবেক মহাসচিবের সাথে বৈঠক,যুক্তরাজ্যের এমপি ও লর্ডদের সাথে বৈঠক, রয়েল জিওগ্রাফিক সোসাইটি,ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বৈঠকে স্পিকারের অংশগ্রহণের কথা রয়েছে।সংসদের গণসংযোগ বিভাগ এসব তথ্য জানায়।
এজন্য স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার সকাল ১০.১৫মিনিটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।স্পিকারের কর্মসূচির মধ্যে আরো রয়েছে,লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে আয়োজিত শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ।
যুক্তরাজ্য সফর শেষে আগামী ৬আগস্ট স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী নিউইয়র্কের উদ্দেশে যুক্তরাজ্য ত্যাগ করবেন বলে আশা করা যাচ্ছে।সেখানে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উদ্যোগে ইউএন ওমেন,ইউনিসেফ,ইউএনডিপি,ইউএনওপিএস-এর সাথে কয়েকটি বৈঠকে অংশগ্রহণের কর্মসূচি রয়েছে।সফর শেষে আগামী ১৮আগস্ট স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।