কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পৌরসভায় নালিশী সম্পত্তির দখলি নেয়ার জন্য যুগ্ন জেলা ও দায়রা জজ কতৃক রায়ে ঢাকঢোল পিটিয়ে সম্পত্তি উদ্ধার করা হয়।
জানাযায় হাজ্বিপাড়া গ্রামের এবি এম জাহিদুল ইসলাম,এবিএম জাকিউল ইসলাম চন্দন,এবি বিএম জাকারিয়া হক চঞ্জল এর পশ্চিম নাগেশ্বরীর ৮২শতক ক্রয়সুত্রে সম্পত্তি দির্ঘদিন থেকে বিবাদী সোলায়মান আলী অবৈধ ভাবে দখল করেছিল।
এলাকায় কয়েক বার শালিশী বৈঠকে মিমাংশা করে দেয়ার পরেও জবর দখলি সম্পত্তি ফিরিয়ে না দেয়ায় বাধ্য হয়ে চল গং মামলা করে।উক্ত মামলা বিজ্ঞ আদালতে রায়ের প্রেক্ষিতে মহামান্য আদালতের নির্দেশক্রমে ২৬জুলাই দুপরে জেলা জজকোর্ট নাজির ফরিদুল ইসলাম ও কমিশন উকিল সোলায়মান আলীর উপস্থিতিতে লাল নিশাণ গেরে জমির শিমানা নির্ধারন করে শিমানা পিলার এবং কাটা তারের বাউন্ডারি দেয়া হয়।
★প্রকাশক:-মোঃমোশারফ হোসেন তোকদার।
★উপদেষ্টা:-বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃটিপু মুন্সি,এমপি মাননীয় বাণিজ্য মন্ত্রী,বাণিজ্য মন্ত্রনালয়।
★সম্পাদক:-মোঃআব্দুল্লা আল্ মাহমুদ মিলন,সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ পীরগাছা উপজেলা,রংপুর বিভাগ।
★ব্যবস্থাপনা পরিচালক:-মোঃএম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
★বার্তা সম্পাদক:-মোঃরফিকুল ইসলাম লাভলু।
© All rights Reserved © 2022 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।