রংপুরের কাউনিয়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে পূর্ণবাসনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভূমিহীনরা।রবিবার দুপুর সোনাতন ভূমিহীন ব্যানারে আয়োজনে হারাগাছ ইউনিয়ন পরিষদ চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন করে এলাকার ভূমিহীনরা।মানববন্ধন চলাকালীন ভূমিহীনরা বলেন,তারা পরিবার-পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে সোনাতন চিলমারী গ্ৰামে সরকারি জমিতে বসবাস করে আছেন।
তাদেরকে আশ্রয়ন প্রকল্পে পূর্ণবাসন করার আশ্বাস দিয়ে উচ্ছেদ করা হয়।তাদেরকে পূর্ণবাসন না করে বহিরাগত লোককে আশ্রয়ন প্রকল্পে পূর্ণবাসন করা হয়।বর্তমানে উচ্ছেদ হওয়া ভূমিহীনরা স্ত্রী ছেলে-মেয়েদেরকে নিয়ে অন্যের জমিতে আশ্রয় নিয়ে মানবতা জীবন যাপন করছে।
ভূমিহীন স্বামী পরিত্যক্তা নুরী বেগম বলেন,অনেকদিন ধরে বসবাস করিবেন নাগছি।সরকার থেকে পেলে আমার ঘর করিয়ে দেবে এই কথা কয়া আমার ঘর ভাঙ্গিয়ে দিলে।হামাক ঘর না দিয়ে অন্য মানুষক দিছে।দুই ছেলে মেয়েকে নিয়ে মানুষের খুলিত কষ্টে আছি।আরেক ভূমিহীন নুরনবী বলেন, আমি সহ অনেকেই তিস্তায় ভিটামাটি হারিয়ে দীর্ঘদিন ধরে সরকারি জমিতে বসবাস করছি।প্রশাসন আমাদেরকে তালিকা ভুক্ত না করে পাশের ইউনিয়নের লোককে আশ্রয়ন প্রকল্পে পূর্ণবাসন করেছে।ঘর না পেয়ে আজ আমি ছয় সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছি।
এ প্রসঙ্গে হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ বলেন,সোনাতন চিলমারী গ্ৰামে সরকারি খাস জমিতে প্রায় অর্ধশত পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।আশ্রয়ন প্রকল্পে পূর্ণবাসন করার জন্য তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়।কিন্তু প্রশাসনের যারা দায়িত্বে ছিল তারা উচ্ছেদ হওয়া ভূমিহীনদের সঠিক ভাবে পূর্ণবাসন করা হয় নাই।
এতে করে অনেক উচ্ছেদ হওয়া ভূমিহীনরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে।আমি আবেদন জানাই প্রশাসন এসব উচ্ছেদ হওয়া ভূমিহীনদের জরুরি ভাবে পূর্ণবাসন করার দাবি জানাই।