রংপুরের পীরগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ঘর পাচ্ছেন ১১০জন ভূমি ও গৃহহীন পরিবার।আজ বুধবার সকালে এক প্রেস বিফ্রিংয়ে এ কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন।
উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমতের চরে ৭০জন এবং অন্নদানগর ইউনিয়নে ৪০জন ভূমি ও গৃহহীন পরিবার এই ঘর পাবেন।আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকতার পর পীরগাছা উপজেলা পরিষদ হররুমে ঘরের চাবি ও কাগজপত্র তুলে দিবেন অতিথিবৃন্দ।
বুধবার সকালে এক প্রেস বিফ্রিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন বলেন,তাম্বুলপুর ইউনিয়নের রহমতের চরে খাস জমিতে প্রতি ঘরের জন্য ২লাখ ১৭হাজার টাকা ব্যয়ে ৭০টি ঘর এবং অন্নদানগর ইউনিয়নে প্রতি ঘরে জন্য ২লাখ ৫৯ হাজার ৫শ টাকা ব্যয়ে ৪০টি ঘর নির্মাণ করা হয়েছে।ইতিমধ্যে ভূমি ও গৃহহীন পরিবারের তালিকা করা হয়েছে।আগামীকাল ঘরের চাবি ও কাগজপত্র হস্তান্তর করা হবে।এসময় উপজেলা সহকারি কমিশনার(ভূমি)মুছা নাসের চৌধুরী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ,উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম ও পীরগাছা ও কান্দি ইউনিয়নের প্রেসক্লাবের সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
[audio mp3="https://tokdernews.com/wp-content/uploads/2022/07/bd_national_anthem-1-1.mp3"][/audio]