প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৫:১১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২২, ১:১৫ এ.এম
১৫ দিনব্যাপী রংপুর বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন
মো:রফিকুল ইসলাম লাভলু,রংপুর প্রতিনিধিঃ-
বৃক্ষ প্রাণে প্রকৃতি-প্রতিবেশ,আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে ১৫দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা শুরু হয়েছে।রবিবার বিকালে রংপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা। এরপর একটি সচেতনতামূলক র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুলে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য,পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জলবায়ুর পরিবর্তন জনিত দুর্যোগ মোকাবেলায় বাড়ির আঙ্গিনা,অফিস-আদালতসহ সকল পতিত জমিতে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।সেই সাথে রোপন করা গাছ যেন সুন্দরভাবে বেড়ে উঠতে পারে সে লক্ষ্যে গাছের সঠিক পরিচর্যার উপর গুরুত্বারোপ করা হয়।
সামাজিক বন বিভাগ রংপুর বিভাগীয় কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ মেলায় নার্সারীসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের ফলদ,বনজ,ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ নিয়ে ৬০টি স্টল রয়েছে।
অফিস কার্যালয়ঃ- মেসার্স তোকদার বস্ত্রালয়--প্রেসক্লাব পীরগাছা,উপজেলা:-পীরগাছা,জেলা:-রংপুর। মোবাইল:০১৭১-০৮৭০৪২০,০১৭২-৭০২০০৩৫ ই-মেইল :tokdernews@gmail.com