প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৫:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২২, ৯:২৯ পি.এম
১৪ টাকা কমলো লিটারে ভোজ্যতেলের দাম
অনলাইন ডেস্ক :-
লিটারপ্রতি ভোজ্যতেলের দাম ১৪টাকা কমানোর ঘোষণা দিয়েছে দেশের ভোজ্যতেল আমদানিকারক ও পরিবেশনকারী প্রতিষ্ঠানগুলো।আজ রোববার মেঘনা গ্রুপের মালিকানাধীন ইউনাইটেড এডিবল অয়েলস লিমিটেড ও সিটি গ্রুপসহ অন্যান্য কোম্পানির পক্ষ থেকে এই ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়।
তবে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন তাদের মতামতে বলে,আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন এবং অপরিশোধিত পাম তেলের দাম কমায় এবং বিশ্ববাজারে দাম নিম্নমুখী হওয়ায় সরকার স্থানীয় মিলগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করে।দ্বিপক্ষীয় আলোচনা করে ভোজ্যতেলের দাম শতকরা ১০শতাংশ কমানোর সুপারিশ করে।তবে কোম্পানিগুলো ৭শতাংশ দাম কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে।
মেঘনা গ্রুপের বিজ্ঞপ্তিতে কোম্পানির পক্ষ থেকে বলা হয়, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় সুপার ফ্রেশ,নাম্বার ওয়ান এবং অ্যাক্টিফিট সয়াবিন তেলের দাম পরিবর্তন করা যেতে পারে,যা আজ রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর করা যেতে পারে।
কোম্পানি জানায়, বর্তমানে ৮লিটারের বোতল সর্বোচ্চ খুচরা মূল্য এক হাজার ৫৭৫টাকা রয়েছে।প্রস্তাবিত দাম ৮লিটারের খুচরা মূল্য এক হাজার ৪৫৬টাকা,৫লিটারের বোতলের বর্তমান খুচরা মূল্য ৯৮০টাকা এবং প্রস্তাবিত মূল্য ৯১০টাকা,৩ লিটারের বোতল বর্তমান খুচরা মূল্য ৫৯৫টাকা,প্রস্তাবিত দাম ৫৫৫টাকা।দুই লিটারের বোতলের বর্তমান দাম ৩৯৮ টাকা।প্রস্তাবিত দাম ৩৭০টাকা,এক লিটারের বোতল বর্তমান দাম ১৯৯টাকা এবং প্রস্তাবিত ১৮৫টাকা।
অফিস কার্যালয়ঃ- মেসার্স তোকদার বস্ত্রালয়--প্রেসক্লাব পীরগাছা,উপজেলা:-পীরগাছা,জেলা:-রংপুর। মোবাইল:০১৭১-০৮৭০৪২০,০১৭২-৭০২০০৩৫ ই-মেইল :tokdernews@gmail.com