প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১১:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২২, ৬:৪৪ পি.এম
মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানবন্ধন : প্রধান শিক্ষক এর বিরুদ্ধে
★ মোঃরফিকুল ইসলাম লাভলু,রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ-
রংপুরের পীরগাছায় মামলা দিয়ে এলাকার নিরীহ কয়েকটি পরিবারের লোকজনকে হয়রানির অভিযোগ উঠছে বঙ্গবন্ধুর নামে গড়ে তোলা বঙ্গবন্ধ শেখ মুজিব নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।মিথ্যা ইভটিজিংয়ের কাহিনী সাঁজিয়ে আরো একটি মামলা করার পায়তারা করছেন ওই প্রধান শিক্ষক আমিনুল ইসলাম।
এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে রোববার দুপুরে মানবন্ধন করেছে শতাধিক এলাকাবাসী।উপজেলার বালার দীঘি হতে নটাবাড়ি সড়কের চাপড়া গ্রামে সড়কের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।প্রায় ৩০মিনিট ব্যাপী মানবন্ধনে নারী-পুরুষ ও শিশুরা অংশ নেন।এসময় তারা বলেন,শান্ত চাপড়া গ্রামকে অশান্ত করে তুলছেন প্রধান শিক্ষক আমিনুল ইসলাম।তিনি ও তার লোকজন শামীম মিয়া নামে এক যুবককে রাতের আঁধারে তুলে নিয়ে গিয়ে হত্যার চেষ্টা ও মারপিট করেছেন।ঘটনাটি ভিন্ন খাতে নিতে উল্টো গ্রামের নিরীহ ৭জনের নামে মামলা দিয়ে হয়রানি করছেন।
এমনকি আমিনুল ইসলাম তার ভাতিজিকে দিয়ে ইভটিজিংয়ের কাহিনী সাঁজিয়ে আরো একটি মামলা করার চেষ্টা করছেন।এখানে কোন ধরনের ইভটিজিংয়ের ঘটনা ঘটেনি।যা স্থানীয় গন্যমান্য ব্যক্তি,ইউপি চেয়ারম্যান-মেম্বার অবগত আছেন।মানববন্ধনে বক্তব্য দেন,এলাকাবাসী নুরুল ইসলাম ভুট্টু,শাহিনুর বেগম,ব্যবসায়ী অবির উদ্দিন,সোহরাব হোসেন,আবু তৈয়ব মিয়াসহ অনেকে।
অফিস কার্যালয়ঃ- মেসার্স তোকদার বস্ত্রালয়--প্রেসক্লাব পীরগাছা,উপজেলা:-পীরগাছা,জেলা:-রংপুর। মোবাইল:০১৭১-০৮৭০৪২০,০১৭২-৭০২০০৩৫ ই-মেইল :tokdernews@gmail.com