সুন্দরগঞ্জে স্বামীহীন বৃদ্ধা নারীর নেই থাকার স্থান

ছবি:দৈনিক তোকদার নিউজ পোটাল থেকে,সুন্দরগঞ্জে স্বামীহীন বৃদ্ধা নারীর নেই থাকার স্থান।
News
★ বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ-


সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের নিজাম খাঁ গ্রামে বসবাস অসহায় বিধবা রেনু বালার। ৪৭ বছর বয়সী রেনু বালার দুইটি মেয়ে রেখে স্বামী ছেড়ে গেছে প্রায় ২০ বছর আগে,সেই থেকেই অত্যান্ত মানবেতর জীবন যাপন করছেন ভাইয়ের বাসায়।

ছবি:দৈনিক তোকদার নিউজ পোটাল থেকে,সুন্দরগঞ্জে স্বামীহীন বৃদ্ধা নারীর নেই থাকার স্থান।একটি চৌচালা ঘরে মাথা গোঁজার ঠাঁই হলেও,সেই ঘরের চালের টিন মরিচা ধরে নষ্ট হয়ে গেছে, সেটি ভালো করার সাধ্য নেই বিধবা রেনুবালার,সামান্য বৃষ্টি হলেই ভিজে যায় রেনু বালার  বিছানাপত্র,এমন অবস্থায় জীবন যাপন করেও এলাকাবাসীর সাহায্য সহযোগিতা নিয়ে বিয়ে দিয়েছেন দুই মেয়েকে।সুন্দরগঞ্জ উপজেলায় সরকারের আশ্রয়ন প্রকল্পের শত শত ঘর নির্মাণ করা হলেও রেনু বালার ভাগ্যে জোটেনি একটি সরকারি ঘর। তাইতো একটি সরকারি ঘরের জন্য আকুতি জানিয়েছেন অসহায় বিধবা রেনু বালা।ইউপি সদস্য আব্দুর রশিদ,রতন মিয়া, বকুল রানী জিতেন্দ্রনাথ মোদক সহ আরও অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, রেনু বালা অত্যন্ত গরীব। রেনুবালার চাইতে অনেক সচ্ছল মানুষ‌ সরকারি ঘর পেলেও রেনু বালার ভাগ্যে জোটে নাই। একটি সরকারি ঘর পেলে আর কিছু না হোক দিন শেষে শান্তিতে ঘুমাতে পারবে।এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবু বলেন, তিনি একেবারেই অসহায় একজন মহিলা। সুযোগ-সুবিধা আসলে তাকে ঘর দেয়া হবে। আমার ইউনিয়নের গরীব অসহায় মানুষের জন্য কিছু করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।