রংপুরের কাউনিয়ায় আমন ধান ও পেয়াজ চাষাবাদে উদ্বুদ্ধ করতে প্রান্তির ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতারন করা হয়েছে।
রবিবার পরিষদ চত্তরে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার বিভিন্ন গ্রামের ৫৮০ জন কৃষকের মাঝে আমন বীজ এবং পেয়াজ বীজ ও সার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, কৃষি অফিসার শাহনাজ পারভীন, কৃষি সম্প্রসারণ অফিসার রাকিবুল আলম, কল্লোল কিশোর সরকার, সহকারি কৃষি অফিসার সাইফুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ অফিসার খোরশেদ আলম, কাউনিয়া প্রেসক্লাব সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।কৃষি অফিসারের কার্যালয় সুত্র জানান, কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র ৫৩০ জন কৃষকের প্রত্যেককে আমন ধান বীজ ০৫ কেজি, ডিএপি ও এমওপি সার ১০ কেজি সহায়তা দেওয়া হয়েছে।এছাড়া ৫০ জন কৃষককে ১ কেজি পেয়াজ বীজ এবং ৪০ কেজি সার সহায়তা দেওয়া হয়েছে।কৃষি অফিসার শাহনাজ পারভীন জানান, এই প্রণোদনা কর্মসূচীর মাধ্যমে উপজেলা বিভিন্ন গ্রামে গতবছরের চেয়ে চলতি মওসুমে আমন আবাদ বৃদ্ধি পাবে। ধান সহ বিভিন্ন ফসল চাষাবাদে বাড়াতে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের বীজ, সার ও অর্থ সহ টেকনিক্যাল সাপোর্ট দেয়া হচ্ছে।ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, সরকারের পরিকল্পনায় প্রদানকৃত এই প্রণোদনা কর্মসূচী নি:সন্দেহে অত্যন্ত কৃষকবান্ধব। আপামর কৃষকের আর্থিক অবস্থার উন্নয়নে এই প্রণোদনা কর্মসূচী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।কৃষির এই সমৃদ্ধি ও অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য উপজেলা কৃষি কর্মকর্তারা র্সবদা সচেষ্ট এবং নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে যাচ্ছে।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।