সোনালী আঁশে সোনার দেশ, মুজিববর্ষে বাংলাদেশ এ স্লোগানে রংপুরের পীরগাছায় “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও বীজ উৎপাদন বিষয়ে পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের অধীনে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন।এসময় প্রযুক্তি নির্ভর পাট চাষ, পচন ও পাট বিষয়ে বক্তব্য দেন, রংপুর বিভাগীয় ধান, গম ও পাট বীজ উৎপাদন প্রকল্পের উপ-পরিচালক ও মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ রেজাউল করিম, রংপুর পাট অধিদপ্তরের সহকারি পরিচালক কৃষিবিদ সোলায়মান আলী, পীরগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশরাফুজ্জামান, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম মাহবুব আলম বিশ্বাস, উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা পরিতোষ রায়, রংপুর সদর সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ।প্রশিক্ষণে ১৫০ জন পাটচাষী অংশ গ্রহণ করেন। দিনব্যাপী প্রশিক্ষণে পাটচাষ, পাটের ব্যবহার, পাটের তৈরি বিভিন্ন পণ্য ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাট ও পাটবীজ উৎপাদন, পাট কর্তন, পচন, সংরক্ষণ ও বাজার জাত করণে বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও প্রশিক্ষকরা জানান, পাট এখন ২৮০টি দেশে রপ্তানি হচ্ছে। পাট পাতা দিয়ে চা তৈরিসহ বিভিন্ন পণ্য তৈরি হচ্ছে। পাটকে সোনালী আঁশ বলা হয়। পাটের সোনালী দিন ফিরিয়ে আনতে আমাদের পাটচাষ, পাটের তৈরি বিভিন্ন পণ্য ব্যবহার নিশ্চিত করতে হবে। পরে পাট অধিদপ্তরে পক্ষ থেকে অংশগ্রহনকারী চাষীদের পাটের তৈরি ব্যাগ প্রদান করা হয়।
★প্রকাশক:- মোঃ মোশারফ হোসেন তোকদার।
★ব্যবস্থাপনা পরিচালক:- মোঃ এম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
© All rights Reserved © 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।