প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৫:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৯, ২০২২, ২:২১ এ.এম
ডোনার ফাউন্ডেশন সুন্দরগঞ্জে নবপ্রাণ ব্লাড প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে
বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ-
গাইবান্ধা সুন্দরগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন নবপ্রাণ ব্লাড ডোনার ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার পৌরশহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।এরআগে, একটি বর্ণাঢ্য র্যালি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।দহবন্দ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক রেজাউল আলম সরকার রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) ও বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারী।এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম মাসুদ-উল ইসলাম চঞ্চল, সুুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ নাসরিন সুলতানা রেখা, সুপ্রকাশ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ও শিশু সাহিত্যিক কঙ্কন সরকার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গণেশ শীল, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক রতন মিয়া, জুয়েল জিকো, নবপ্রাণ ব্লাড ডোনার ফাউন্ডেশনের সভাপতি মশিউর রহমান আশিক, হিউম্যান সার্ভিস সুন্দরগঞ্জ'র প্রতিষ্ঠাতা নুর আলম, প্রভাতফেরি শিক্ষা কল্যাণ সংস্থার সভাপতি কামরুল হাসান সাব্বির, আত-তানজিম পাঠাগারের সভাপতি নাঈমুল ইসলাম নাঈম প্রমুখ।বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড পরিচালনা করায় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) ও বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারীকে 'মানবতার মা' হিসেবে ভূষিত করেন নবপ্রাণ ব্লাড ডোনার ফাউন্ডেশন।এসময় তার হাতে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।এছাড়াও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন ও কয়েকজন ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।
অফিস কার্যালয়ঃ- মেসার্স তোকদার বস্ত্রালয়--প্রেসক্লাব পীরগাছা,উপজেলা:-পীরগাছা,জেলা:-রংপুর। মোবাইল:০১৭১-০৮৭০৪২০,০১৭২-৭০২০০৩৫ ই-মেইল :tokdernews@gmail.com