টাঙ্গাইলের জনপ্রিয় কৌতুক অভিনেতা আসান আলী ভাদাইমা মারা গেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।রোববার দুপুরে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ভাদাইমার আসল নাম আসান আলী(৫০)।তবে তিনি ভাদাইমা নামেই ব্যাপক পরিচিত ছিলেন।আসান আলী টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের রামপাল গ্রামের বাবর আলীর ছেলে।দাইন্যা ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন দৈনিক তোকদার নিউজকে জানান,ভাদাইমা আসান আলী দীর্ঘদিন যাবত ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন।তার ফুসফুসেও পানি জমেছিল।গত ২০মে সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে টাঙ্গাইলের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়।সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়া হয় ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ২টার দিকে তিনি মারা যান।টাঙ্গাইলের গ্রাম-বাংলার মানুষের কাছে এই ভাদাইমা ছিলেন খুবই জনপ্রিয়।ভাদাইমাকে বলা হয় আঞ্চলিক অভিনয়ের প্রাণ পুরুষ।আগে তিনি ছিলেন পেশায় একজন কৃষক। কৃষিকাজ করেই সংসার চালাতেন তিনি।মানুষকে আনন্দ দেয়ার অস্বাভাবিক ক্ষমতা ছিল তার।২০বছর আগে তিনি কৌতুক-অভিনয় শুরু করেন।তার খণ্ড খণ্ড কৌতুক সিডি,ভিসিডি এবং ইউটিউবের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে পড়ে।অল্পদিনেই আসান আলী হয়ে ওঠেন সবার প্রিয় ভাদাইমা। জেলার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে তার সুখ্যাতি ছড়িয়ে পড়ে। সকল শ্রেণী-পেশার মানুষের কাছেই তিনি ছিলেন জনপ্রিয়তায় তুঙ্গে।অভিনয়ের মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতির চিত্র তুলে ধরতেন হাসির রাজা খ্যাত এই মানুষটি।রোববার সন্ধ্যায় ভাদাইমার লাশ দাইন্যার রামপালে তার গ্রামের বাড়িতে আনা হলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।তার মৃতুতে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়।এশার নামাজের পর রামপাল মসজিদের সামনে নামাজে জানাজা শেষে সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
© All rights Reserved © 2022 ★★
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি www.tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।নির্ভীক,অনুসন্ধানী, তথ্যবহুল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে অনলাইন নিউজ পোর্টালটি তার কার্যক্রম শুরু করেছে,www.tokdernews.com 2020সাল থেকে অত্যন্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রিয়েল টাইম নিউজ আপডেট প্রদান করেছে।এটি পূর্ববর্তী সংবাদের সংরক্ষণাগার এবং নির্দিষ্ট সংবাদ আইটেমগুলির মুদ্রণের সুবিধাও প্রদান করে।অনলাইন নিউজ পোর্টাল থেকে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ এবং সারা বিশ্বের সর্বশেষ খবর এবং শীর্ষ ব্রেকিং শিরোনামগুলি সহজেই খুঁজে পেতে পারেন।www.okdernews.com বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল,বিনোদন, জীবনধারা,বিশেষ প্রতিবেদন,LIVE TV,রাজনীতি,অর্থনীতি, সংস্কৃতি,শিক্ষা,তথ্য প্রযুক্তি,স্বাস্থ্য,খেলাধুলা, কলাম এবং বৈশিষ্ট্য সহ 25/10 আপডেট করছে।সংবাদ ভিত্তিক সাইটটি দেশের ঐতিহ্যবাহী সংবাদপত্রের সমস্ত উপাদান দিয়ে সমৃদ্ধ।অনলাইন নিউজ পোর্টালের জন্য একদল তরুণ সাংবাদিক কাজ করছেন।www.tokdernews.com সারা বিশ্বের বাংলা ভাষার মানুষের সাথে সেতুবন্ধন তৈরি করার চেষ্টা করছে এবং দেশের অনলাইন নিউজ পোর্টালে একটি নতুন মাত্রা তৈরি করতে চায়।