নিজস্ব প্রতিনিধিঃ
সরকারি অনুদানপ্রাপ্ত ফিরে দেখা’ একটি সিনেমা পরিচালনার মাধ্যমে প্রথমবার পরিচালনার সাথে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা রোজিনা।সিনেমাটির কাজ শেষ করে ইতোমধ্যে তথ্য মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে।মন্ত্রণালয় দেখার পর সেন্সরবোর্ডে জমা দেয়া হবে।এরই মধ্যে নতুন আরেকটি সিনেমা পরিচালনা প্রস্তুতি নিচ্ছেন তিনি।রোজিনা বলেন,স্ক্রিপ্ট রেডি করছি।তবে আমি চাই প্রথম সিনেমাটা মুক্তি দিয়ে তারপর পরেরটার কাজ শুরু করতে।
দর্শক আমার নির্মাণ কীভাবে নেয় সেটা আগে দেখতে চাই।এতে একটা ধারণা পাওয়া যাবে।এটুকু বলতে পারি আমি যেহেতু চলচ্চিত্রের মানুষ।অন্য কোনো কাজ জানি না।আশা করি,দর্শক আশাহত হবেন না।এদিকে রোজিনা এবার ঈদে মুক্তিপ্রাপ্ত দুটি সিনেমা দেখেছেন।সিনেমা দুটি হচ্ছে,শান ও গলুই।সিনেমা দুটি দেখে তার মনে হয়েছে,দুটি সিনেমা সময়োপযোগী।তার ভালো লেগেছে।চলচ্চিত্রের মানুষ হিসেবে আনন্দিতও।দর্শকের সিনেমা হলে ভীড় দেখে উৎফুল্লও হয়েছেন।রোজিনা বলেন,এবারের ঈদের সিনেমা দেখতে দর্শকের ভীড় দেখে আমি আশাবাদী হয়ে উঠেছি।এভাবে যদি নিয়মিত সিনেমা মুক্তি পেতে থাকে,তাহলে দর্শক আরও হলমুখী হবে।শুধু ঈদের জন্য সিনেমা নির্মাণ না করে সারাবছর ধরে সিনেমা মুক্তি দিতে হবে।চলচ্চিত্রকে এগিয়ে নিতে প্রতি সপ্তাহে সিনেমা মুক্তি দিতে হবে।ধারাবাহিকতা থাকতে হবে।নিয়মিত সিনেমা মুক্তি দিলে দর্শক আরও উৎসাহ পাবে,বাংলা সিনেমা দেখার।ভালো গল্প,মেকিং ও অভিনয় থাকলে দর্শক অবশ্যই সিনেমা দেখবে।সিনেমায় নিয়মিত হওয়া প্রসঙ্গে রোজিনা বলেন,অনেকে নতুন সিনেমার প্রস্তাব দেন।তবে ভালো গল্প বা কেন্দ্রীয় চরিত্র না হলে আমি কাজ করি না। আমার এতোদিনের ক্যারিয়ার,সুনাম ও অর্জন।গড়পড়তা কাজ করে হারাতে চাই না।