দেশের ১৩টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

ছবি:দৈনিক তোকদার নিউজ থেকে,দেশের ১৩টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা।
News অনলাইন ডেস্ক:-

দেশের ১৩টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।এসব এলাকার নৌ বন্দরগুলোকে দুই নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


পূর্বাভাসে বলা হয়-রংপুর,দিনাজপুর,বগুড়া,টাঙ্গাইল, ময়মনসিংহ,ঢাকা,বরিশাল,পটুয়াখালী,কুমিল্লা,নোয়াখালী, চট্টগ্রাম,কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।এসব এলাকার নৌ বন্দরসমূহকে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।