প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৫:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২২, ৬:৩৮ পি.এম
পীরগাছায় গাঁজা ব্যবসায়ী গ্রেফতার: দুই মোটর সাইকেল জব্দ
* পীরগাছা(রংপুর)প্রতিনিধি :-
তিস্তা নদী পাড়ি দিয়ে পীরগাছায় প্রবেশের সময় ৭কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।গত রোববার রাত সাড়ে ১২টার দিকে পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের সাহেব বাজার হতে আলী বাবা থিম পার্ক সড়কের তারাবাজার এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পীরগাছা থানা পুলিশ।এসময় দুইটি মোটর সাইকেল জব্দ করা হলেও একজন ব্যবসায়ী পালিয়ে যায়।সোমবার মামলা দায়েরের পর ওই মাদক ব্যবসায়ীকে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা সুত্রে জানা গেছে,তিস্তা নদীর উলিপুর সীমান্ত পাড়ি দিয়ে মোটর সাইকেল যোগে পীরগাছা উপজেলায় আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানার ওসি সরেস চন্দ্রের নেতৃত্বে উপ-পরিদর্শক আনিছুর রহমান ও ফজলে রাব্বি সঙ্গীয় ফোর্স নিয়ে তাম্বুলপুর ইউনিয়নের সাহেব বাজার হতে আলী বাবা থিম পার্ক সড়কের তারা বাজার এলাকার ইফনুছ আলীর দোকানের নিকট দুই মাদক ব্যবসায়ীকে পাকড়াও করে।এসময় মোটর সাইকেল ফেলে একজন পালিয়ে গেলেও ফিরোজ ইসলাম ওরফে ইয়ামুল ইসলাম(২০)নামে একজনকে গ্রেফতার করা হয়।গ্রফতার ফিরোজ ইসলাম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পাকারমাথা অনন্তপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে।তার সাথে থাকা স্কুল ব্যাগ থেকে ৭কেজি শুকনা গাঁজা উদ্ধার এবং সাথে থাকা দুইটি মোটর সাইকেল জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।উদ্ধাকৃত গাঁজার আনুমানিক মুল্য ৭০হাজার টাকা।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সরেস চন্দ্র বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে একজন মাদক ব্যবসায়ীকে ধরতে পারলেও আরেকজন পালিয়ে গেছে।এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গ্রেফতার মাদক ব্যবসায়ীকে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে।আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
অফিস কার্যালয়ঃ- মেসার্স তোকদার বস্ত্রালয়--প্রেসক্লাব পীরগাছা,উপজেলা:-পীরগাছা,জেলা:-রংপুর। মোবাইল:০১৭১-০৮৭০৪২০,০১৭২-৭০২০০৩৫ ই-মেইল :tokdernews@gmail.com