* পাটগ্রাম(লালমনিরহাট)প্রতিনিধি :-
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ককোয়াবাড়ি গ্রামে ফারজিনা আক্তার(১৩)নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকালে স্থানীয় লোকজন ওই এলাকার একটি ভুট্টা ক্ষেতে ফারজিনার মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।
ফারজিনা আক্তার ওই এলাকার আব্দুর রহমানের মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী।তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা না গেলেও স্থানীয়দের অভিযোগ তাকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে।
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান,ওই এলাকায় ভুট্টা ক্ষেতে আব্দুর রহমানের মেয়ে ও ৭ম শ্রেণীর শিক্ষার্থী ফারজিনা আক্তারের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। আমি এই মাত্র ঘটনাস্থলে এসেছি।ভুট্টা ক্ষেতে পানি থাকায় মরদেহটি উদ্ধারে একটু বিলম্ব হচ্ছে।সুরতহাল রিপোর্টের পর প্রাথমিক ধারণা করা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।
★প্রকাশক:-মোঃমোশারফ হোসেন তোকদার।
★উপদেষ্টা:-বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃটিপু মুন্সি,এমপি মাননীয় বাণিজ্য মন্ত্রী,বাণিজ্য মন্ত্রনালয়।
★সম্পাদক:-মোঃআব্দুল্লা আল্ মাহমুদ মিলন,সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ পীরগাছা উপজেলা,রংপুর বিভাগ।
★ব্যবস্থাপনা পরিচালক:-মোঃএম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
★বার্তা সম্পাদক:-মোঃরফিকুল ইসলাম লাভলু।
© All rights Reserved © 2022 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।