দৈনিক তোকদার নিউজ ডট কম,এর নিজস্ব,প্রতিবেদক :--মোঃ রফিকুল ইসলাম লাবলু।
পবিত্র ঈদুল ফিতরের পর আগামী ১২ মে খুলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়।করোনার পর এবার প্রতিদিন শিক্ষার্থী সমাবেশসহ ৮নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।সোমবার প্রকাশিত এ নির্দেশনায় স্বাক্ষর করেন ডিপিই সহকারী পরিচালক নাসরিন সুলতানা।নির্দেশনা গুলো হচ্ছে(১)এক শিফট বিশিষ্ট বিদ্যালয়গুলোতে শনিবার থেকে বুধবার সকাল ০৯টা থেকে বিকাল ৩টা:১৫পর্যন্ত এবং বৃহস্পতিবার বিকাল ২টা ২৫পর্যন্ত (১ম ও ২য় শ্রেণি সকাল ০৯.৩০থেকে দুপুর ০১টা পর্যন্ত এবং ৩য়,৪র্থ ও ৫ম শ্রেণি সকাল ৯টা থেকে বিকাল ৩টা ১৫পর্যন্ত শ্রেণি পাঠদান কার্যক্রম চলবে।
(২)দুই শিফটের বিদ্যালয়সমূহে শনিবার থেকে বুধবার সকাল ০৯টা থেকে বিকাল ০৪টা পর্যন্ত এবং বৃহস্পতিবার বিকাল ০২টা ৩০মিনিট পর্যন্ত(১ম ও ২য় শ্রেণি:সকাল ০৯টা থেকে সকাল ১১:৫০পর্যন্ত এবং ৩য়,৪র্থ ও ৫ম শ্রেণি সকাল ১১:৩০থেকে বিকাল ০৪ টা পর্যন্ত)শ্রেণি পাঠদান কার্যক্রম চলমান থাকবে।(৩)এক শিফট বিশিষ্ট বিদ্যালয়সমূহে প্রাক-প্রাথমিক শ্রেণি কার্যক্রম শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯:৩০টা থেকে দুপুর ১২টা এবং দুই শিফট বিশিষ্ট বিদ্যালয়সমূহে সকাল ০৯টা থেকে সকাল ১১টা ৩০পর্যন্ত চলবে।এক শিফট বিশিষ্ট বিদ্যালয়সমূহে দৈনিক সমাবেশ সকাল ০৯থেকে সকাল ০৯:২৫পর্যন্ত এবং দুই শিফট বিশিষ্ট বিদ্যালয়সমূহে দৈনিক সমাবেশ সকাল ১১.৩০থেকে সকাল ১১:৫০ঘটিকা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করতে হবে।
(৫)প্রধান শিক্ষক বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের অগ্রাধিকার দিয়ে রুটিন প্রণয়নপূর্বক সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারের অনুমোদন গ্রহণ করবেন।(৬)ঢাকা মহানগরীর প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানের সময়সূচির ক্ষেত্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২৯.০১.২০১৯তারিখের ৩৮.০০৭,০০০,০০৮,৮৬০০.২০১০/৪০৬ নং পরিপত্রটি অনুসরণ করবেন।(৭)শিখন ঘাটতি পূরণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।(৮)এ নির্দেশনাসমূহ পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত চলবে।