রংপুরে পীরগাছা উপজেলায় ৪০ দিনের কর্মসুচির উদ্ভোধন: ১৪মে।

ছবি:দৈনিক তোকদার নিউজ.কমথেকে,রংপুরে পীরগাছাউপজেলায় ২০২১-২০২২ অর্থ বছরে(২য় পর্যায়)অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসুচি উদ্ভোধন।

News

*নিউজএডিটর:মোঃলিমনতোকদার।


রংপুরে পীরগাছা উপজেলায় ২০২১-২০২২ অর্থ বছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসুচি প্রকল্পের আওতায়(২য় পর্যায়)এর আওতায় ৯টি ইউনিয়নের কাজ একসাথে উদ্বোধন করা হবে।শনিবার(১৪ মে)সকালে ৯নং কান্দি ইউনিয়ন এ কাজের উদ্ভোধন করবেন উপজেলা নির্বাহী অফিসার শেখ শামসুল আরেফীন।এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত থাকবেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান জনাব মোঃআব্দুস সালাম আজাদ জুয়েল,ও ইউপি সদস্যগন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান,উপজেলায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসুচি প্রকল্পের আওতায়(২য় পর্যায়)এর আওতায় ৯টি ইউনিয়নের ৬৪ টি প্রকল্পের মাধ্যমে উপকারভোগী অর্ন্তভুক্ত রয়েছেন।