*নিউজএডিটর:মোঃলিমনতোকদার।
রাজারহাটে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলের রেলিংয়ের(ডিভাইডার)সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে ইমন নামের এক মোটর সাইকেল চালক।এসময় পিছনে থাকা মোটর সাইকেল আরোহী রায়হান লাদেন আহত হয়েছে।নিহত ইমন(২১)জেলার উলিপুর উপজেলার মোগলবাসা মাঝাপাড়া গ্রামের দুলু মিয়ার পুত্র এবং আহত রায়হান লাদেন(২০)একই উপজেলার মোগলবাসা বারাম গ্রামের মুকুল মিয়ার পুত্র বলে জানা গেছে।রবিবার সকালে রাজারহাট-তিস্তা সড়কের ঘোড়ামারা ব্রীজের সন্নিকটে এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান,রবিবার চারটি মোটর সাইকেলের আরোহীরা ভ্রমণ শেষে এক সঙ্গে কুড়িগ্রাম ফিরছিলো।তিনটি মোটর সাইকেল নিহত ইমনের মোটর সাইকেলকে পিছনে ফেলে সামনে এগিয়ে আসে।এসময় দ্রুত গতিতে মোটর সাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে রেলিংয়ের সাথে সংঘর্ষে মাথায় প্রচন্ড আঘাত ও রক্ত ক্ষরনে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক ইমনের মৃত্যু হয়।আহত মোটর সাইকেল আরোহী রায়হানকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।ইমন ও তার সঙ্গীরা মোটর সাইকেলে বান্দরবন থেকে ঘুরে বাড়িতে ফিরছিল বলে জানা গেছে।রাজারহাট থানার ওসি(তদন্ত)পবিত্র কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
★প্রকাশক:-মোঃমোশারফ হোসেন তোকদার।
★উপদেষ্টা:-বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃটিপু মুন্সি,এমপি মাননীয় বাণিজ্য মন্ত্রী,বাণিজ্য মন্ত্রনালয়।
★সম্পাদক:-মোঃআব্দুল্লা আল্ মাহমুদ মিলন,সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ পীরগাছা উপজেলা,রংপুর বিভাগ।
★ব্যবস্থাপনা পরিচালক:-মোঃএম,খোরশেদ আলম,সভাপতি প্রেসক্লাব পীরগাছা,রংপুর বিভাগ।
★বার্তা সম্পাদক:-মোঃরফিকুল ইসলাম লাভলু।
© All rights Reserved © 2022 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত এই ওয়েবসাইটি Tokdernews.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল।