নিউজএডিটর:মোঃলিমনতোকদার।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিন ইউনিয়নের প্রায় পাঁচ শতাধিক মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।তারা প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা ও ঈদ করেন।সোমবার(০২মে)সকালে সাড়ে ৯টায় কালীগঞ্জ উপজেলার কাকিনা ও তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি চন্দ্রপুর ইউনিয়নের পানি খাওয়ার ঘাট ও একই ইউনিয়নের বোতলা এলাকায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
একদিন আগে কেন ঈদের নামাজ মুন্সীপাড়া জামে মসজিদের ইমাম এমন প্রশ্নে তিনি বলেন,কোরআন থেকে জেনে শুনে এই ঈদ আমরা পালন করে আসছি,এখানে কোনো ভুল নেই।আমাদের মত দেশের সকল মানুষের ঈদ পালন করা উচিত।তাহলে ঈদের আনন্দ আরও বেড়ে যাবে।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)গোলাম রসূল জানান,সৌদি আরবের সঙ্গে মিল রেখে অনেক আগে থেকে কাকিনা-তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি,চন্দ্রপুর ইউনিয়নের বোতলা ও পানি খাওয়ার ঘাট এলাকায় ঈদের নামাজ আদায় করে আসছে কিছু মানুষ।এবার সুন্দ্রাহবিতে প্রায় ১৬০জন,পানি খাওয়ার ঘাটে প্রায় ১২০জন ও বোতলা এলাকায় প্রায় ৬০ জন মানুষ ঈদের নামাজ আদায় করেন।কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান বলেন,প্রতি বছরের মতো এবারও সুন্দ্রাহবি,বোতলা ও পানি খাওয়ার ঘাট এলাকায় কিছু মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা।বিষয়টি নজরদারি করার জন্য স্থানীয় পুলিশ প্রশাসন ব্যবস্থা নিয়েছে।